আইন-আদালত

কালীগঞ্জে বাল্যবিবাহ দিতে গিয়ে ধরা কনের বাবা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

ঝিনাইদহ-
ঝিনাইদহের কালীগঞ্জে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কিশোরী কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বেলা ১ টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের মাঝদিয়া গ্রামে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব জানান, গোপন সংবাদে জানতে পারেন, শুক্রবার উপজেলার মাঝদিয়া গ্রামে একটি বাল্য বিয়ের আয়োজন চলছে। এরপর তিনি দুপুর ১ টার দিকে পুলিশ ফোর্স নিয়ে ওই গ্রামের কনের পিতা আনোয়ার হোসেনের বাড়িতে হাজির হন। কনের কাগজপত্রের রেকর্ড দেখে নিশ্চিত হন বয়স হয়নি। ফলে তিনি বাল্য বিয়েটি বন্ধ করেন। তবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বিয়ে বাড়িতে প্রশাসনের অভিযান চলছে খবর পেয়ে মাঝপথ থেকেই পালিয়ে যায় বর। সঙ্গে বরযাত্রীরাও হাওয়া। ফলে নববধু ছাড়াই বাড়িতে পালিয়ে যেতে হয়েছে বর মাসুদ রানাকে। সে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের শাহজাহান মালিতার ছেলে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments