রাজনীতি

রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের বিক্ষোভ-সমাবেশ

ন্যূনতম জাতীয় মজুরী ২০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অধিকার আন্দোলনের বিক্ষোভ-সমাবেশ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস স্মরণে ন্যূনতম জাতীয় মজুরী ২০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন,সর্বত্র অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত,শ্রমিক হত্যার বিচার এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আজ ৪ মে ২০২৪ সকাল ১১ টায় শ্রমিক অধিকার আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল পূর্ববর্তী রংপুর প্রেসক্লাব চত্বরে সংগঠনের আহবায়ক সাবেক ছাত্র নেতা এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সচিব সুভাষ চন্দ্র বর্মন, সদস্য সবুজ রায়, শফিকুল ইসলাম, রেদোয়ান ফেরদৌস প্রমুখ। নেতৃবৃন্দ,শ্রমিকদের অধিকার আদায় তথা শোষণ মুক্তির সংগ্রামকে বেগবান করতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments