September 16, 2024
স্বাস্থ্যসেবা

পার্বতীপুরে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে চিকিৎসকের ভূল চিকিৎসায় মল্লিকা আক্তার মিম (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলা ল্যাম্ব হাসপাতালে আজ মঙ্গলবার (১৪মে)সকালে এই মৃত্যুর ঘটনাটি ঘটে।  
জানা যায়, উপজেলার আমবাড়ি থেকে প্রসবজনিত কারনে মঙ্গলবার রাতে ল্যাম্ব হাসপাতালে ভর্তি হন মল্রিকা আক্তার মিম। অভিযোগ উঠে, রাতভর সাধারন ডেলিভারি করাতে ব্যার্থ হয়ে চিকিৎসক সিজার করান প্রসূতির। সিজারে একমাত্র নবজাতক কন্যা শিশু বেঁচে গেলেও প্রসূতির মৃত্যু ঘটে হাসপাতালের বেডে। মৃত্যুর খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে হাসপাতালের সামনে। পুলিশের উপস্থিতিতে দুপুর ২ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিবারের দাবী চিকিৎসকের অবহেলা ও সঠিক সিদ্ধান্তহীনতার কারনে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মিমের চাচা জয়নুদ্দিন জানান, অপারেশন কখন কিভাবে হয়েছে পরিবারের কাউকে জানানো হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগের বিষয়টি অশ্বিকার করেছেন। ডাঃ ইনুস শরেন জানান, প্রসূতিকে বাঁচাতে আমরা সর্বাত্বক চেষ্টা করেছি। মডেল থানা পুলিশের এস আই মৃগেন্দ্র নাথ জানান, বিষয়টি পর্যবেক্ষনে আছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments