সারাদেশ
ঝিনাইদহে বিসিডিএস এর নতুন ভবন উদ্বোধন

ঘোষনা করলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল’র চেয়ারম্যান শাহরিয়ার জাহেদী মহুল
ঝিনাইদহ-
ঝিনাইদহ জেলায় বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইদহ শহরের আরাপপুর পশু হাসপাতালের সামনে অবস্থিত পৌর মার্কেটের দ্বিতীয় তলায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিসিডিএস ঝিনাইদহ জেলা শাখার সভাপতি রফিকুল করিম (সোম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষনা করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ রাইফেলস ক্লাবের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ ভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক এবং জাহেদী ফাউন্ডেশনের সদস্য কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, বিসিডিএস এর কেন্দ্রীয় কমিটির পরিচালক মো: আকতারুজ্জামান। আরো উপস্থিত ছিলেন, বিসিডিএস ঝিনাইদহ জেলা শাখার সহ সভাপতি মোস্তাকিবুর রহমান ঝন্টু সহ বিসিডিএস ঝিনাইদহ শাখার অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন ফার্মেসীর মালিকগন ।
Comments