September 16, 2024
সারাদেশ

খানসামা উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ

এস.এম.রকি,খান খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আনারস প্রতীকে ৩৩৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মো: সহিদুজ্জামান শাহ্ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১৪৭৮ ভোট।

চেয়ারম্যান পদে অপর দুই প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন হেলিকপ্টার প্রতীকে ১৩২৩২ ভোট ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোটরসাইকেল প্রতীকে ৭৩০৩ ভোট পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে চতুর্থ বারের মত উড়োজাহাজ প্রতীকে ৩৪৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের ধীমান চন্দ্র দাস পেয়েছেন ২৬৫৬৬ ভোট। এছাড়াও টিয়াপাখি প্রতীকে রেজাউল করিম ১০৩২০ ভোট ও বৈদ্যুতিক বাল্ব প্রতীকে
হাজ্জাজ আল হাদী ৩১৩৯ ভোট পেয়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পলি রায় ফুটবল প্রতীকে ৩১৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজা পারভীন কলস প্রতীকে ২৪৪৬২ ভোট পেয়েছেন। বৈদ্যুতিক পাখা প্রতীক গুলশান জান্নাত শানু ১৩০৯৯ ভোট ও প্রজাপতি প্রতীকে
সারমিন রহমান ৬৩০৩ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের ৫৭ টি ভোটকেন্দ্রে মোট ১ লক্ষ ৪৭ হাজার ৫১৯ জন ভোটারের মধ্যে ৭৮০৯৬ টি ভোট সংগ্রহ হয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments