September 08, 2024
সারাদেশ

৩১মে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষ্যে "প্রত্যাশা" র ধূমপানবিরোধী স্কেটিং রেলি

৩১মে বিশ^ তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষ্যে “প্রত্যাশা” মাদক বিরোধী সংগঠন-এর উদ্যোগে এবছরের বিশ^ স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রতিপাদ্য বা ¯স্লোগান “তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি”-কে সামনে রেখে শিশু-কিশোর তথা যুব সমাজকে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তুলতে ৩১/০১/২০২৪, রোজ শুক্রবার, সকাল ১৩.৩০মিনিটে রাজধানীর জাতীয় যাদুঘরের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এক বর্ণাঢ্য “ধূমপান বিরোধী স্কেটিং রেলি আয়োজন করা হয়। "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন এর সাধারণ সম্পাদক হেলাল আহমেদ এর সভাপতিত্বে উক্ত “ধূমপান বিরোধী স্কেটিং রেলি”তে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল গণি মুকুল,আব্দুল রাজ্জাক, বশিরউদ্দিন,স্কেটিং ফেডারেশনের পক্ষ থেকে মোঃ সাগর,সোহাগসহ বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের নেতৃবৃন্দ। "ধূমপান বিরোধী স্কেটিং রেলি সভাপতির বক্তব্যে জনাব হেলাল আহমেদ বলেন, দেশী-বিদেশী তামাক কোম্পানির হস্তক্ষেপ রুখতে সরকারকে আরো কঠোর ভূমিকা পালনের আহবান জানান। পাশাপাশি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি থেকে বাংলাদেশ সরকারের শেয়রা প্রত্যাহার দাবী এবং বিএটি'র বোর্ড সরকারের প্রতিনিধিদের অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জোর দাবী জানান। রেলিটি রাজধানীর জাতীয় যাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি-দোয়েল চত্বর-হাই কোর্ট ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। রেলিতে শেখ রাসেল স্কেটিং ক্লাব,ধূপখোলা স্কেটিং ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শতাধিক শিশু-কিশোর-যুব স্কেটার গণ অংশগ্রহণ করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments