September 19, 2024
সারাদেশ

রংপুরে ভূমিহীনদের আবাসনের দাবিতে ডিসির মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

রংপুর সিটি কর্পোরেশনের ভূমিহীনদের আবাসনের দাবিতে ভূমিহীন সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল সকাল ১১টায় ব্যানার ও লাল পতাকার বিশাল মিছিল শাপলা চত্বর হতে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। দুপুর ১২টায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়া হয় স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক ভূমিহীনদের আবাসন সংকট নিরসনে পর্যায়ক্রমে পদক্ষেপ নিবেন বলে ভূমিহীনদের আশ্বস্থ করেন। স্মারকলিপি প্রদান শেষে স্থানীয় কাচারী বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভূমিহীন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা বাসদ আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, উপদেষ্টা মমিনুল ইসলাম ভূমিহীন সংগঠক সাইফুল, সাবিনা ইয়াসমিন প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য দেন নগর শ্রমিক ফ্রন্টের নেতা মাজিদুল ইসলাম দুলাল, ছাত্র ফ্রন্ট বেরোবি সভাপতি রিনা মুরমু।
বক্তাগণ বলেন, দেশের দারিদ্র্য পীড়িত ১০টি জেলার মধ্যে রংপুর জেলা অন্যতম । এই অঞ্চলে ভারী কোন শিল্প কারখানা ও গ্রামাঞ্চলে সারাবছর কাজ না থাকায় বিভাগীয় এই শহরে জনসংখ্যা বেড়েই চলেছে। ভূমিহীন-গৃহহীন শ্রমজীবীদের একটা বিরাট অংশ রিকশা, ভ্যানচালক, দোকান কর্মচারী, হকার, বাসা বাড়ির কাজের বুয়া, ছোট ছোট ভাসমান দোকানদার ইত্যাদি। এরা কোন রকমে ঝুপড়ি পেতে, কেউ অন্যের জায়গায়, কেউ ৪/৫ Rb মিলে ১টি ঘর ভাড়া দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এ দুঃসময়ে তারা কোনভাবেই টিকে থাকতে পারছে না। তারা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারছে না৤ নেতৃবৃন্দ অতিদ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনা গৃহহীন কেউ থাকবেনা, তা বাস্তবায়নের জোর দাবি জানান। এছাড়া নেতৃবৃন্দ বলেন, আমরা নানা সময়ে সভা-সমাবেশ, মিটিং-মিছিল করে দীর্ঘদিন থেকে আবাসনের দাবি জানিয়ে আসছি। ইতোপূর্বে এই দাবিতে সহস্রাধিক ভূমিহীনের উপস্থিতিতে অনেকবার আপনার বরাবর (১৮/১১/২০২১, ১৮/০১/২০২২, ২৫/০৫/২০২২, ২৭/০২/২০২৩ ও ২৪/০৭/২০২৩) রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু এখন পর্যন্ত ভূমিহীনদের আবাসনের বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। এছাড়া অসহায় দুঃস্থ শ্রমজীবী মানুষের জন্য চাল,ডাল, তেল,আটা, চিনি দ্রব্যসমূহের আর্মি রেটে রেশন চালুর দাবি করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments