September 16, 2024
সারাদেশ

পার্বতীপুরে নিজের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বহীনতার অভিযোগ আড়াল করতে গভীর ষড়যন্ত্র তীব্র প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তেরআনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুনুর রশীদ মামুনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা দায়িত্বহীনতা সহ বিদ্যালয়ের স্টিল দরজা ইট নিজ বাড়ির কাজে লাগানো বিলম্বে আগমন আগাম প্রস্হান এবং শিক্ষক হাজিরা খাতায় অনুপস্থিত লিপিবদ্ধ হওয়ার পরেও পেশীশক্তির জোরে প্রধান শিক্ষক কে জিম্মি করে পূনরায় উপস্থিত লিখতে বাধ্য করেছেন মর্মে উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জমি দাতা সদস্য মফিজ উদ্দিন মৃধা। এদিকে নিজের অপকর্ম কে আড়াল করতেই কৌশলে শিক্ষক  মামুনুর রশীদ একই বিদ্যালয়ের সহকর্মী প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষা অফিসার কে নিয়ে মিথ্যাচার করে সন্মান হানির অপচেষ্টায় তৎপর রয়েছেন বলে অভিযোগ উঠেছে । সরেজমিনে জানা গেছে উপজেলার   তেরআনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন গত ২০ এপ্রিল/২৪ বদলী জনিত কারণে একই উপজেলার লালবিলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের আদেশ প্রাপ্ত হলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহীদুল বারী লিখন এর নির্দেশনাক্রমে যথাযথ সিনিয়রিটি মেনে অপরাপর সিনিয়র শিক্ষক মন্জুরী পারভীন ও বিউটি রানী রায় এর দায়িত্ব পালনে অপারগতা প্রকাশের লিখিত অঙ্গিকার নামা এসএমসির রেজুলেশন সাপেক্ষে কর্মরত সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন মৃধাকে সাময়িক ভাবে দায়িত্বভার অর্পন করেন। মোঃ ইলিয়াস হোসেন মৃধার জন্ম তারিখ ২৫/১/১৯৬৮ যোগদান তারিখ ১১/০১/১৯৯২ অপর দিকে মামুনুর রশীদ মামুনের জন্ম তারিখ ০৩/০৪/১৯৮২ যোগদান তারিখ ০১/০১/২০০৭। যথাযথ নিয়মনীতির আলোকে ইলিয়াস হোসেন মৃধাকে সাময়িক ভাবে ভার প্রাপ্ত্ প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে অনুমতি দিলে মামুনুর রশীদ জৈষ্ঠ্যতা লংঘন এর অভিযোগে ক্ষিপ্ত হয়ে  বিদায়ী প্রধান শিক্ষক  দায়িত্ব প্রাপ্ত শিক্ষক এবং সহকারি শিক্ষা অফিসার কে নিয়ে বিভিন্ন অপপ্রচার সহ বিব্ভ্রান্তমুলক মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। এমন কি এক পর্যায়ে শিক্ষক ইলিয়াস হোসেন মৃধার পারিবারিক ও ব্যাক্তিগত সন্মান হানির অপচেষ্টায় সাপ্তাহিক দিনাজপুরের কাগজ নামক পত্রিকার স্টাফ রিপোর্টার কে অসত্য মিথ্যা মনগড়া বানোয়াট তথ্য দিয়ে গত ০৯ জুন/২৪ সংবাদ প্রকাশিত হয়। প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন মৃধা এবং সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহীদুল বারী লিখন কে জড়িয়ে অবান্তর অসত্য ও মিথ্যাচার নিছক কাল্পনিক মনগড়া তথ্য পরিবেশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী গন সহ সচেতন অভিভাবক মহল ।  এ বিষয়ে সহকারী শিক্ষা( ক্লাস্টার অফিসার) অফিসার জনাব শহীদুল বারী লিখন জানান প্রধান শিক্ষকের বদলির কারণে ওই বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কাউকে চুড়ান্ত দায়িত্ব দেওয়া হয়নি প্রক্রিয়াধীন রয়েছে শিক্ষা কমিটি এবং উর্ধতন কর্তৃপক্ষের মতামতের আলোকে সিদ্ধান্ত গৃহীত হবে। আপাতত ইলিয়াস হোসেন মৃধা সাময়িক ভাবে দায়িত্ব পালন করছেন। আমরা ওখানে কোন বিভাজন চাই না শিক্ষার সুন্দর অনুকূল পরিবেশ বজায় রাখতে চাই । সহকারি শিক্ষক মামুন সাহেব অকারণেই পক্ষ দাঁড় করানোর অপচেষ্টা করছেন যা অনাকাঙ্ক্ষিত। পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখিনি তবে শুনেছি তথ্যের আদৌ কোন বাস্তবতা নেই তিনি স্কুলের ওয়াইফাই বিশেষ কক্ষ ব্যাবহার করে রাইটারের কাজ করেছিলেন আমি বন্ধ করে দিয়েছি। স্কুল ম্যানেজিং কমিটির রেজুলেশন সুত্রে দেখা গেছে সহকারী শিক্ষক মামুনুর রশীদ মামুন প্রধান শিক্ষকের নিকট হতে বিধিমোতাবেক ছুটি গ্রহন না করে কর্মদিবসের অধিকাংশ সময় চিরিরবন্দর থানায় লেখা লেখির কাজে সময় কাটান। প্রধান শিক্ষক তার স্বেচ্ছাচারিতা সম্পর্কে জানতে চাইলে শিক্ষক মামুন থানার বিভিন্ন মামলায় জড়ানোর ভয় ভীতি প্রদর্শন করে নিজের অপকর্ম ঢাকতে কূটকৌশল অবলম্বন করেন। শুধু তাই নয় ওই শিক্ষকের অনেক পাওনাদার বিদ্যালয়ে এসে লেন দেন নিয়ে তর্ক বিতর্ক এমনকি কোমলমতি শিশুদের সামনে অশ্লীল বাক্যবিনিময় করে।  বিদ্যালয়ের আনন্দমুখর নিরাপদ অনুকূল পরিবেশ বজায় রাখার স্বার্থে মামুনুর রশীদ কে ভার প্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব না দেওয়ার দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক সহ গন্যমান্য প্রায় ৪০ জন গণস্বাক্ষর সম্বলিত একটি গনআবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার পার্বতীপুরের নিকট দাখিল করেছেন। এলাকাবাসীর দাবি শিক্ষক ইলিয়াস হোসেন মৃধা মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজের সঙ্গে দীর্ঘদিন হতে সম্পৃক্ত এবং বিদায়ী প্রধান শিক্ষক মিশুক চমৎকার মনের মানুষ তাদের প্রশংসনীয় উদ্যগ সমুহে ঈৎসান্তিত হয়ে কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্র চলছে। অচিরেই শিক্ষা বিভাগের দায়িত্ব শীল মহল সংকট নিরসন করবেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments