September 16, 2024
সারাদেশ

কালুপাড়া গ্রামে গভীর নলকূপ প্রকল্পের এলাকায় অবৈধ্যভাবে ড্রেন ভাঙ্গন ও পুকুর খনন এর বিরুদ্ধে অভিযোগ॥

বড়পুকুরিয়া, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার কালুপাড়া গ্রামে প্রতিপক্ষরা গভীর নলকূপ প্রকল্পের এলাকায় অবৈধ্যভাবে ড্রেন ভাঙ্গন ও পুকুর খনন এর বিরুদ্ধে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ২৬/০৬/২০২৪ইং তারিখে লিখিত অভিযোগ দায়ের করেন মোঃ রাজু আহম্মেদ। পার্বতীপুর উপজেলার কালুপাড়া গ্রামে মৃত্যু মোজাফ্ফর মন্ডল এর পুত্র মোঃ রাজু আহম্মেদ এর উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কালুপাড়া কৃষক সমবায় সমিতি নামে একটি সরকারি রেজিষ্টার সমবায় সমিতি রয়েছে। যাহার রেজি নং-৫৬/৮৭। উক্ত সমবায় সমিতির আওতায় মোঃ রাজু আহম্মেদ ঐ কমিটির সহ সভাপতি হিসাবে গভীর নলকূপ পরিচালনা করে আসছেন। গত ২৫/০৬/২০২৪ইং তারিখে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির কালুপাড়া গ্রামের মৃত্যু মবার উদ্দীন এর পুত্র মোঃ মিজানুর রহমান ও মৃত্যু পওয়াতুল মোল্লার পুত্র মোঃ আফসার আলী, মোঃ ্আফসার আলীর পুত্র মোঃ মিলন, মৃত্যু নজির উদ্দিন তেলির পুত্র মোঃ আইয়ুব আলীগংরা গভীর নলকূপটির পাশের্^ পুকুর খনন এর কারণে গভীর নলকূপ এর ঘরটি ভেঙ্গে পড়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিষয়টি আফসার আলীকে অবগত করলে তিনি ব্যবস্থা না নিয়ে গভীর নলকূপ এর ঘরটি সরিয়ে নেওয়ার কথা বলেন। মোঃ মিজানুর রহমান এর নির্দেশে এবং মিলন এর নির্দেশে গভীর নলকূপ এর সেচ ড্রেন তুলে ফেললে এতে সাধারণ কৃষকদের চলতি বছর আমন মৌসুমে সেচ নিতে ব্যহত হবে। কালুপাড়া গ্রামে গভীর নলকূপ সাময়িক কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলীকে বিষয়টি জানালে গভীর নলকূপ এর ঘরটি যেহেতু তাদের জায়গায় সে ক্ষেত্রে তারা ঘরটি ভেঙ্গে দিতে পারে। রাজু আহম্মেদ অভিযোগে উল্লেখ করেন, গভীর নলকূপটি স্থাপনের আওতার মধ্যে প্রতিপক্ষদের একটি নিজেস্ব স্যালোমেশিন অগভীর নলকূপ থাকায় তারা চানা গভীর নলকূপটি অকেজ হয়ে থাক। এবং স্যালোমেশিন এর মাধ্যমে কৃষদেরকে সেচ সুবিধা দিতে পারেন। এতে প্রায় ৪০ জন কৃষক সেচ সুবিধা থেকে বঞ্চিত হবে। কালুপাড়া কৃষক সমবায় সমিতির সাময়িক পরিচালনা কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গভীর নলকূপ তারাই পরিচালনা করছিলেন। হিসাব চাইলে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা সেচ কমিটির সভাপতির আশুহস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী রাজু আহম্মেদ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments