September 08, 2024
সারাদেশ

ফুলবাড়ী থানায় ৩ জনের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকার প্রতারণা মামলা দায়ের ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী থানায় ৩ জনের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকার প্রতারণার মামলা দায়ের। ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের মৃত কায়েম উদ্দিন এর পুত্র মোঃ মোকলেছার রহমান ফুলবাড়ী থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, ফয়সাল মোঃ আব্দুল আজিজ (২৮), পিতা- মৃত আব্দুল কাদের, মোছাঃ ফরিদা ইয়াসমিন (৫০), স্বামী- মৃত আব্দুল কাদের, উভয়ের সাং- রামডুবি, বর্তমান সাং- নিমনগর শেখপুরা, মোঃ মোরশেল হক চৌধুরী রক্তিম (২৯), পিতা- মোকাম্মেল হক চৌধুরী, সাং-ঘাসিপাড়া, দিনাজপুর। উক্ত ব্যক্তিগণ প্রতারক এবং অর্থলোভী। গত ০৮/০১/২০২৪ইং তারিখে মোকলেছার রহমান এর কন্যা তাসনিমা তাবাচ্ছুম (মারজানা), ¯œাতকোত্তর পর্যায়ে রাজশাহী কলেজে অধ্যয়নরত। তার সাথে ফয়সাল মোঃ আব্দুল আজিজ এর আনুষ্ঠানিকভাবে বিবাহ হয়। বিবাহের পর ফয়সাল মোঃ আব্দুল আজিজ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিদ্যা বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য স্কলারশীপ ভিসা পেয়েছেন মর্মে শীঘ্রই ফয়সাল আব্দুল আজিজ স্বস্ত্রীক তার মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন। তিনি বাড়ি ভাড়াও করেছেন। উক্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানভাড়া সহ আনুষ্ঠানিক কিছু খরচ আছে বলে মকলেছার রহমানকে জানান সরল বিশ্বাসে ১৮/০১/২০২৪ ইং তারিখে সোনালী ব্যাংক লিমিটেড শেখপুরা শাখায় ফয়সাল আব্দুল আজিজ এর নামীয় একাউন্ট নং ১৮২৭৫০০১০১৩৪৬৮ এ ১ লক্ষ টাকা ফুলবাড়ী সোনালী ব্যাংক শাখা থেকে প্রেরণ করেন। ২২/০১/২০২৪ ইং তারিখে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা হতে তার নিজ একাউন্ট ২৮৮২৫০৬৪৪৯২২ তে ৪ লক্ষ টাকা, গত ২৯/০১/২০২৪ ইং তারিখে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা ফুলবাড়ী হতে ৯০ হাজার ১শত টাকা, আব্দুল আজিজ এর নামীয় ডাচ বাংলা ব্যাংক লিমিটেড তার নিজ নামীয় একাউন্ট ১৭২১৫১০৩৫২৫৯৭ তে গত ১৮/০২/২০২৪ ইং তারিখ ২ লক্ষ টাকা, ২৮/০৩/২০২৪ ইং তারিখে তার নামে হিসাব নং ১০৫৩১৫২১১০০০১ এ ৩ লক্ষ টাকা প্রদান করেন। তার মেয়ের ইসলামি ব্যাংকের মাধ্যমে ০১/০২/২০২৪ ইং তারিখে ৯৫ হাজার টাকা, ১০/০৩/২০২৪ ইং তারিখে ৯৫ হাজার টাকা, ১৫/০২/২০২৪ ইং তারিখে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ১ লক্ষ টাকা, গত ০৫/০৩/২০২৪ ইং তারিখে ২৫ হাজার টাকা, গত ১০/০৩/২০২৪ ইং তারিখে ১ লক্ষ ৫ হাজার টাকা, ২৪/০৩/২০২৪ ইং তারিখে ২০ হাজার টাকা ০৪/০৪/২০২৪ ইং তারিখে ২৫ হাজার টাকা ও এটিএম কার্ড ব্যবহার করে ১২/০৩/২০২৪ ইং তারিখে ৬০ হাজার টাকা, ১৩/০৩/২০২৪ ইং তারিখে ৫০ হাজার টাকা, ১৮/০৩/২০২৪ ইং তারিখে ২০ হাজার টাকা, ২১/০৩/২০২৪ ইং তারিখে ৪০ হাজার টাকা প্রতারক ফয়সাল ্আব্দুল আজিজ গ্রহণ করেন। এছাড়া তার কন্যা ফয়সাল মোঃ আব্দুল আজিজকে স্বর্ণের ২টি আংটি যার মূল্য ৯৫ হাজার টাকা প্রদান করেন। তার সাথে আনুষ্ঠানিক বিবাহ হওয়ার পর থেকে তার মেয়ের সাথে ফয়সাল মোঃ আব্দুল আজিজ খারাপ আচরণ করতে থাকেন। প্রতারক বিবাহের পর থেকে বিভিন্নভাবে মকলেছার রহমান এর কাছ থেকে এবং তার কন্যার নিকট থেকে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেন। এই ঘটনায় মেয়ের পিতা মোঃ মোকলেছার রহমান গত ২৭ জুন ২০২৪ ইং তারিখে ৩ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ১৫/৯৭, তারিখ:-২৭/০৬/২০২৪ইং। এদিকে মামলার আসামি ফয়সাল মোঃ আব্দুল আজিজ ও ফরিদা ইয়াসমিন লাভলী পলাতক রয়েছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments