September 08, 2024
সারাদেশ

রংপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ।

মঙ্গলবার সকাল ১১:৩০টায় পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে দুর্নীতি-দুঃশাসন,লুটপাট,অর্থ পাচার,খেলাপিঋণ-ব্যাংক ডাকাতি রোধ; কালো টাকা,খেলাপিঋণ ও পাচারের টাকা উদ্ধার, আয়ের সাথে সঙ্গতিহীন সম্পদ বাজেয়াপ্ত; দুর্নীতিবাজ,ঋণখেলাপী,অর্থ পাচারকারীদের গ্রেপ্তার-বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট,রংপুর জেলা শাখার উদ্যোগে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের জেলা আহ্বায়ক ও বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার, বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু প্রমূখ। নেতৃবৃন্দ বলেন,দিনরাত কঠোর পরিশ্রম করেও দেশের শ্রমজীবী মানুষ তিনবেলা পেটপুরে খেতে পারে না।সেখানে একজন সরকারী কর্মকর্তা ১৫লক্ষ টাকায় ঈদের ছাগল কেনে,স্ত্রী-পুত্র -কন্যার নামে শত শত বিঘা জমি,হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ছে।পুলিশের সর্বোচ্চ পদে থেকে সরকারের ছত্রছায়ায় সর্বোচ্চ লুটপাট করেছে বেনজীর আহমেদ।এছাড়া ব্যাংক লুটপাট, অর্থ বিদেশে পাচার চলছে অবাধে।নেতৃবৃন্দ বলেন মিডিয়ায় প্রকাশিত খবর থেকে যতটুকু জানা যায় তা ডুবন্ত হিমশৈলের উপরের অংশটুকু শুধু।এই দুর্নীতি লুটপাটের শিকড় অনেক গভীরে।বিনা ভোটে ক্ষমতায় আসা এই সরকারের বিভিন্ন অংশ  এইসমস্ত কর্মকান্ডের সাথে যুক্ত।ফলে জনগনের অংশগ্রহণে বাম শক্তির নেতৃত্বে ব্যাপক গণআন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোন পথ নাই।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments