September 08, 2024
ধর্ম

জাপানে বসবাসরত সনাতনীদের সর্বজনীন পূজা কমিটি গঠন

ডেস্ক‍: বিপ্লব মল্লিককে সভাপতি এবং অঞ্জন দাসকে সাধারণ সম্পাদক নির্বাচন বরে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে জাপানে বসবাসরত সনাতন ধর্মাবলীদের বৃহৎ সংগঠন সর্বজনীন পূজা কমিটি, জাপান। গত ২৮ এপ্রিল ২০২৪ ইং সম্মিলিত অনলাইন ও অফলাইন সংযুক্তির সমন্বয়ে টোকিওস্থ বিভিও হলের আকাবানে কালচারাল সেন্টারে এক সাধারণ সভায় উপস্থিত সকলের মতামদের ভিত্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
উল্লেথ্য যে জাপানে বসবাসরত সনাতন ধর্মাবলীদের বৃহৎ সংগঠন সর্বজনীন পূজা কমিটি, জাপান যা বিগত ৩০ বছর যাবত জাপানে সনাতন ধর্ম ও সাংস্কৃতি পালনের বাহক হিসেবে খুব সুচারুভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে গৌরবের সাথে। বাংলাদেশী সনাতনী ভিন্ন ভাষাভাষী সনাতনী জাপান ও বহির্বিশ্বের অবস্থানরত সনাতন ধর্মে আকৃষ্ট সকাল সনাতনীদের এটি একটি সর্ব বৃহৎ সংগঠন যা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সুনামের সাথে জাপানে পরিচালিত হয়ে আসছে যুগের পর যুগ। এরই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল ২০২৪ ইং সম্মিলিত অনলাইন ও অফলাইন সংযুক্তির সমন্বয়ে টোকিওস্থ বিভিও হলের আকাবানে কালচারাল সেন্টারে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ও সকল মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে বিপ্লব মল্লিক ও সাধারণ সম্পাদক হিসেবে অঞ্জন দাস নির্বাচিত হয়। একই সাথে সকলের সমর্থনে উপদেষ্টা পরিষদের পুনর্গঠনও সম্পন্ন হয়। উপদেষ্টা পরিষদে রয়েছেন মিস্টার সুখেন সি ব্রহ্মা, মিস্টার সুনীল রায়, মিস্টার বিমান কুমার পোদ্মার, মিস্টার শিভাজী দত্ত, ডক্টর বিজন কুমার মিত্র।
সভায় সকলের মতামতের ভিত্তিতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ সার্বজনীন পূজা কমিটি জাপান গঠিত হয় যা আগামী দুই বছরের জন্য সর্বজনীন পূজা কমিটি জাপান সকল প্রকার সনাতন ধর্মীয় কর্মকাণ্ডের আয়োজন ,অনুশীলন, উদযাপন করানসহ সকল প্রকার সামাজিক ও সেবা মূলক কাজের দায়িত্ব পালনের সাথে সাথে আগামী ৩০ বছরের ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
৫১ সদস্য বিশিষ্ঠ কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি নন্দ দাস, কিশোর পাল , শারমিলি ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক নিরুপম দাস, সুজন সাহা, নাসুতোস সেন, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার দেব, সহকারী সাংগঠনিক সম্পাদক, বিদ্যুৎ বড়াই , নারায়ণ বণিক, মানিক মন্ডল, অর্থ সম্পাদক, প্রদিপ কুমার রায়, সহকারি অর্থ সম্পাদক রাজিব রক্তি, তপন দাস, প্রীতম কুমার দাস, প্রকাশনা সম্পাদক, সজীব দাস, সহকারি প্রকাশনা সম্পাদক ,ভোলানাথ দাস, কৃষ্ণ গোপাল নাথ ,সুমেল চন্দ্র, সমাজ কল্যাণ সম্পাদক, শিপন দাস, সহকারি সমাজ কল্যাণ সম্পাদক ,আসিস বৌনিক,খমা দেব, তুষার কান্তি রায়, সংস্কৃতি সম্পাদক , ববিতা পোদ্দার, সহকারী সাংস্কৃতিক, সম্পাদক, শান্তা দাস, অনুপম দেব ,মিঠুন চন্দ্র দাস, স্টেজ সেক্রেটারি, সুমান্তা মজুমদার, সরকারি স্টেজ সেক্রেটারি ,দেভ বিশ্বাস, বিপুল কুমার সাহা, সৌরভ রায় চৌধুরী, প্রচার সম্পাদক, সনেট দাস, সরকারি প্রচার সম্পাদক ,সুভাষ দাস, মাইকেল দাস, রাজীব পাল, সদস্য নির্বাচিত হলেন স্বরবানু দাস, উৎপল দত্ত, আশীষ রঞ্জন রায়,অনিন্দিয়া রায় ও গৌরাঙ্গ রায়,মাইকেল চন্দ্র রায়, কৌশিক রায়,নিখিল রায়,সুজিত ব্রহ্মাও অনিক সাহা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments