September 08, 2024
অপরাধ

ফুলবাড়ীতে মাদকের জমজমাট ব্যবসা, ঝুকে পড়েছে যুবকরা॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে দিন দিন বেড়েই চলেছে মাদক ব্যবসা। এতে ঝুকে পড়েছে যুবসমাজ। এলাকায় যেভাবে মাদক বিস্তার করছে তাতে জড়িয়ে পড়ছে বিভিন্ন শ্রেণি পেশা মানুষ। এক সময় ফুলবাড়ীতে মাদকের অভিযান চললেও এখন তেমন কোন মাদক নিমূর্লে আর অভিযান চলেন না। ফুলবাড়ী উপজেলার পৌর শহরে ফেন্সিডিল এর পরিবর্তে ইয়াবা, গাঞ্জা সহ বিভিন্ন মাদকে ব্যবসা চলেছে। শিবনগর ইউপির পুরাতুন বন্দরে ও আদিবাসী পাড়া সহ বিভিন্ন স্থানে চলছে মাদকের রমরমা ব্যবসা। বিশেষকরে পুরাতুন বন্দরে প্রায় ডর্জন খানেক মাদক ব্যবসায়ী গড়ে উঠেছে। তারমধ্যে নতুন কয়েকজন এ পথে পা দিয়েছে। তারা ভ্রাম্যমানের মধ্যে এবং মোবাইল ফোনে যোগাযোগ করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং তা মাদক সেবীদের কাছে পৌঁছে দিচ্ছে। ফুলবাড়ীতে মাদকের ছড়াছড়ি হওয়ায় অগনিত মাদক সেবী দেখা যাচ্ছে এরা নেশার টাকা জোগাড় করতে না পারালে তারা বিভিন্ন চুরি ছিন্তায়ে জড়িয়ে পড়ছে। মাদকের ব্যবসায়ের মধ্যে ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা খুবেই বেড়ে চলেছে। বিশেষ করে শিবনগর ইউপির দাদপুর, পুরাতন বন্দর, ফুলবাড়ী পৌরসভার কাজীবাড়ী রোড, পশ্চিম গৌরীপাড়া, কাঁটাবাড়ী, কাঁনাহার, জোলাপাড়া, আলাদীপুর ইউপির বারাই, কাজিহাল ইউপির শেখপাড়া, চমুক, আদিবাসী পাড়া সহ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শহরে ভয়াবহ মাদক ব্যবসা চলছে। এই ব্যবসায় অল্প দিনে অঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে মাদক ব্যবসায়ীরা। যদিও আইন প্রয়োগকারী সংস্থা কখনও এই মাদক ব্যবসা বন্ধ করতে পারবে না। তার মধ্যেও অভিযান চালাতে হবে। কিন্তু কেন অভিযান এই ফুলবাড়ীতে হচ্ছে। মাঝে মধ্যে র‌্যাব ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রক তাদের সোর্স নিয়োগ করে অভিযান চালান। গত ২০২৩-২৪ অর্থ বছরে তারা বেশ কিছু অভিযান চালিয়ে ১০-১৫টি মাদকের মামলা দিয়েছেন ফুলবাড়ী থানায়। ফুলবাড়ী থানা থেকে মাদক অভিযানের তথ্য দেওয়া হয় না সংবাদিকদেরকে পূর্বের ফুলবাড়ী থানার ইনচার্জ গন মাদক ব্যবসায়ী বা মাদকের চালান আটক করলে তা সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং দিতেন, এখন আর তা দেখা যায় না। প্রচারের বিশ^াসী তারা নয়। ফুলবাড়ী সীমান্ত এলাকা হওয়ায় কিছু এলাকাদিয়ে মাদক ঢুকছে। সীমান্ত রক্ষীদের চোঁখ কে ফাঁকি দিয়ে এই মাদক ব্যবসা করছেন। বিশেষ করে ঘাসুরিয়া, দেশমা, কাঁটলা, চৌঠা, শিবপুর, হামলাকুড়ি দিয়ে মাদকের ব্যবসা চলছে। এখনে মাদক ব্যবসয়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা না হলে মাদক নির্মূল কঠিন হয়ে দাড়াবে। এ ব্যাপারে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের নেক দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।



Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments