সারাদেশ

পুনর্বাসন না করে বস্তি উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে রংপুরে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের বিক্ষোভ -মিছিল -সমাবেশ ও স্মারকলিপি পেশ

রোডস এন্ড হাইওয়ের রুটিন কাজের অংশ হিসেবে মডার্ণ হতে সাতমাথা পর্যন্ত উচ্ছেদ কর্মকান্ড পরিচালনার সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল ১০ মে ২০২২ মঙ্গলবার সকাল ১১ঃ৩০টায় ভূমিহীন ও গৃহহীন সংগঠন, রংপুর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়।প্রেসক্লাব হতে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।সংগঠনের অন্যতম নেতা চাঁনমিয়ার সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) রংপুর জেলা শাখার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বারলু,সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু।নেতৃবৃন্দ বলেন রংপুর মহানগরীর মডার্ন মোড থেকে সাতমাথা পর্যন্ত শত শত পরিবার দীর্ঘদিন যাবৎ ঝুপরি ঘরে বসবাস করছে।হঠাৎ করে প্রশাসন কর্তৃক এই এলাকায় উচ্ছেদ অভিযানের ঘোষণা দিয়ে বসতবাড়ি খালি করার জন্য তিনদিনের নোটিস দেয়া হয়।এখানে বসবাসকারী সকল মানুষ দিনমজুর,খেটে খাওয়া মানুষ।তিনবেলা তাদের খাবার জোটে না,উচ্ছেদ হলে বাসা ভাড়া নিয়ে থাকা তাদের পক্ষে অসম্ভব।উচ্ছেদ হলে মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হবে। বাসস্থান মানুষের মৌলিক অধিকার তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।তাই সরকারি জমিতে গড়ে ওঠা কোন বস্তি উচ্ছেদ করার আগে এই ভূমিহীন /গৃহহীনদেরকে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিরপেশ করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments