September 08, 2024
রাজনীতি

রংপুরে বাসদ(মার্কসবাদী)র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

রংপুর: শনিবার রংপুরে বাসদ(মার্কসবাদী)র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,আজীবন বিপ্লবী,বাংলাদেশে বাম আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাসদ(মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়।সকাল ১১টায় সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ স্মরণসভায় পার্টির জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে এবং সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী),কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড নিলুফার ইয়াসমিন শিল্পী, সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার, বাসদ রংপুর জেলার সদস্য কমরেড অমল কুমার সরকার,বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার নেতা এডভোকেট কামরুন্নাহার খানম শিখা,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার আহ্বায়ক সাজু বাসফোর প্রমূখ।আলোচনা সভার পূর্বে প্রিয় নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্টি এবং গণসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন বাংলাদেশে বাম আন্দোলনের একটা ভিন্ন ধারা প্রতিষ্ঠিত করেছেন কমরেড মুবিনুল হায়দার চৌধুরী।একাজ করতে গিয়ে তিনি অত্যন্ত ঝুঁকি নিয়ে দেশের প্রান্তে প্রান্তে ছুটে বেড়িয়েছেন। তৎকালীন সকল বুদ্ধিজীবী, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ,ছাত্র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেন, তর্কবিতর্ক করেন,কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা তাদের মাঝে নিয়ে যান।এরই ধারাবাহিকতায় ১৯৮০ সালে তিনি একটি প্লাটফর্মের মাধ্যমে বিপ্লবী পার্টি গড়ে তোলার কাজ শুরু করেন,বাসদ গড়ে তোলেন।একটা পর্যায়ে গিয়ে শোধনবাদী নেতৃত্ব পার্টির ক্ষমতা কুক্ষিগত করে পার্টির প্রাণস্বত্তা কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারাকে বাতিল করার ষড়যন্ত্রে লিপ্ত হলে ২০১৩ সালে ৮৫ বছর বয়সে তিনি বাসদ(মার্কসবাদী) দল প্রতিষ্ঠা করেন।এভাবে বিপ্লবের মাধ্যমে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য একটি বিপ্লবী পার্টি গড়ে তোলার কাজ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি করে গিয়েছেন।তার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments