September 19, 2024
সারাদেশ

পীরগঞ্জের গুর্জিপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরের ছবির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকা বাসী। ৫ শিক্ষক কর্মচারী আদালতে রায় প্রাপ্তির পরও তাদেরকে বিদ্যালয়ে পাঠদানের সুয়োগ না দেয়া ও দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে শিক্ষা ক্ষেত্রে নাজুক অবস্থা সৃষ্টি।
এদিকে বিদ্যালয়টির এ পরিস্থিতি নিয়ে শনিবার বড়দরগাহ ইউনিয়নের চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলার আহবানে ইউনিয়ন পরিষদে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষানুরাগী হাবিবুর রহমান বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বড়দরগাহ ইউপি চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা, বড়দরগাহ ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম দুলা, সাধারন সম্পাদক আনিছার রহমান, শাহ ইসমাইল গাজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিয়ার রহমান লাবলু, গুর্জিপাড়া কেপি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষ মাহবুবার রহমান, শিক্ষানুরাগী আঃ হাকিম সরকার প্রমুখ ।
সভায় বক্তারা বলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা নুরের ছবি ও তাঁর স্বামী সহকারী শিক্ষক মাহফুজার রহমান ফাইন এর স্বেচ্ছাচারিতা ও ব্যাপক অনিয়মের কারনে বিদ্যালয়টি ধ্বংসের পথে। এ ছাড়া আদালতের রায় প্রাপ্তির পরও বিদ্যালয়টির বরখাস্থকৃত ৫ শিক্ষক কর্মচারীকে পাঠ দানের সুযোগ দিচ্ছেন না। এ নিয়ে এলাকার অনেকের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করছে । তাই বিদ্যালয়টির এ অবস্থা নিরসনে এলাকাবাসীকে সোচ্চার ভুমিকা রাখার আহবান জানান ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments