September 16, 2024
সারাদেশ

সড়ক দুর্ঘটনার নামে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
সম্প্রতি গাইবান্ধায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নাফিস শাহরিয়ার আকাশের ঘাতক চালক-হেলপারকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নাফিসের বন্ধু-স্বজনরা। এতে সড়ক দুর্ঘটনার নামে হত্যাকাণ্ড এখনই বন্ধ করার দাবি করেন বক্তারা।
রোববার (৭ জুলাই) দুপুরের দিকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরির সামনে ‘গাইবান্ধাবাসী’র ব্যানারে এ মানববন্ধন হয়।
সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বন্ধু, স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দেশের মহাসড়ক নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়ে মানববন্ধনে দাবি-দাওয়া সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। 
 এ সময় গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান বলেন, প্রতিনিয়ত সড়কে অসংখ্য মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। বেপরোয়া চালকদের একটু অসাবধানতায় ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। গত পনের দিনে গাইবান্ধায় সড়কে প্রাণ হারিয়েছেন অধ্যাপক আবদুল কাদির মিয়া, শাহরিয়ার নাফিস আকাশ এবং জোবায়ের রেজা জাহিদ। সড়ক দুর্ঘটনার নামে এসব হত্যাকাণ্ড এখনই বন্ধ করতে হবে।
  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন - নিহত আকাশের বাবা শামসুর হক, গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সামাদ রোকন, গাইবান্ধা থিয়েটার সভাপতি আলমগীর কবির বাদল, গাইবান্ধা চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তাক আহম্মেদ রঞ্জু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি দেবাশীষ দাস দেবু, সাংবাদিক রিকতু প্রসাদ, শিরিন আক্তার, শাহরিয়াল এইচ বাপ্পী, রায়হান, এনামুল হক বিজয়, অনুপ সাহা, শিপ্লু কুমার এবং আকাশের বন্ধু আতিকুর রহমান শাওন, আজিজুল ইসলাম রাব্বী, মুনতাসিম হক রাফিন, শামসুর রহমান হৃদয়, কাজী মুহাতামিমমুল ইব্রাহিম উদ্যোগ, শাহ্ আবরার মাহির তরঙ্গ, ইয়াতিমুল ইসলাম নিলয়সহ আরও অনেকে।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments