September 08, 2024
সারাদেশ

বীরগঞ্জে ডাকবাংলো ও জেলা পরিষদের জমি ডাক্তার খানা মাঠে মার্কেট নির্মাণ বিষয়ক আলোচনা সভা।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জেলা পরিষদের নতুন ডাকবাংলো নির্মানে স্থান নির্ধারণ ও বহুল কাঙ্খিত পরিত্যক্ত ডাক্তার খানা মাঠে বহুতল মার্কেট নির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ জুলাই -২০২৪) বিকেল ৪ টায় দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে পুরাতন ডাকবাংলো সংলগ্ন পৌরশহরের সুজালপুর ইউনিয়ন প্রাঙ্গণে জেলা পরিষদের সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সার্বিক বর্ননা দিয়ে বক্তব্য দেন দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: দেলওয়ার হোসেন।এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ, মহিলা সদস্য মীরা মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ ফায়সাল সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: মোসাদ্দেক হোসেন, আওয়ামী লীগের নেতা আব্দুস সালাম সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলওয়ার হোসেন বলেন বীরগঞ্জ খুব গুরুত্বপূর্ণ উপজেলা এবং এখানকার মানুষগুলোও ভাল।আমরা সেদিক বিবেচনা করেই আধুনিক মানের ডাকবাংলো নির্মানের প্রস্তুতি নিয়েছি, ইতোমধ্যে ১ কোটি টাকা বরাদ্দ পেয়েছি।সংগত কারনে নির্ধারিত স্থানের গাছগুলোসহ পরিত্যাক্ত পুরানো ডাকবাংলো ভবনটি অপসারন করা অতি জরুরী। মন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষে জেলা পরিষদের ডাক্তার খানা মাঠে বহুতল মার্কেট নির্মাণের কাজও খুব শীঘ্রই আরম্ভ করা হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments