September 08, 2024
সারাদেশ

ঝিনাইদহ পৌরমেয়র হিজলের উদ্যোগে ফ্রী ঔষধ ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন, পৌরবাসির অভিনন্দন প্রকাশ

ঝিনাইদহ-
ঝিনাইদহের সফল, মানবীক ও দানবীর পৌরমেয়র জনাব মো: কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হবে আগামী ১৮ই জুলাই বৃহস্পতিবার সকালে ২০২৪ ইং তারিখে। ঝিনাইদহ পৌরসভার ৯টি ওয়ার্ডে সম্পুর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হবে বলে জানিয়েছেন সফল, মানবীক ও দানবীর পৌরমেয়র জনাব মো: কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। উক্ত ফ্রী ঔষধ ও মেডিকেল ক্যাম্পে পৌরসভার ৯টি ওয়ার্ডের আমজনতা সম্পুর্ণ বিনামূল্যে চিকিৎসা ও অ্যান্টিবায়োটিকসহ সব ধরনের ওষুধ সরবরাহ করবেন বলে নিশ্চিত করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। তিনি বলেন, আগামী ১৮ থেকে ২০ জুলায় ২০২৪ ইং তারিখ পর্যন্ত ৯টি ওয়ার্ডে দু’জন মহিলা ডাক্তারসহ ছয়জন ডাক্তার অসহায়দের জন্য বিনামূল্যে শিশুসহ সব বয়সের রোগীর জন্য ফ্রি স্বাস্থ্যসেবা দেয়া হবে। সফল এবং মানবীক ও দানবীর পৌরমেয়র জনাব মো: মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ঝিনাইদহ ৯ টি ওয়ার্ডের সাধারণ জনগন সন্তুষ্টি প্রকাশ করে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ঝিনাইদহের সফল এবং মানবীক ও দানবীর পৌরমেয়র জনাব মো: কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের উদ্যোগে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। ১২ই জুলায় শুক্রবার সকাল ও বিকালে পৌর অডিটোরিয়াম মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ পৌরসভার সফল এবং মানবীক ও দানবীর পৌরমেয়র জনাব মো: মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এ সময় ঝিনাইদহের ৯টি ওয়ার্ডের উপস্থিত জনগনের মাঝে তিনি ঘোষনা করেন, আগামী ১৮ থেকে ২০ জুলায় ২০২৪ ইং তারিখ পর্যন্ত ৯টি ওয়ার্ডে দু’জন মহিলা ডাক্তারসহ ছয়জন ডাক্তার বিনামূল্যে শিশুসহ সব বয়সের রোগীর জন্য ফ্রি স্বাস্থ্যসেবা প্রদাণ করবেন। সেসময় সেবা প্রার্থীরা অ্যান্টিবায়োটিকসহ সব ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহ করবেন বলে নিশ্চিত করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।


Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments