রাজনীতি

পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদ হত্যা কান্ডের বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নিন্দা ও প্রতিবাদ

কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত বেরোবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ এর মৃত্যুতে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,বেরোবি,কারমাইকেল কলেজ ও মহানগর শাখা। সংবাদপত্রে দেয়া যুক্ত বিবৃতিতে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিনা মুরমু,মহানগর শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা ও সাধারণ সম্পাদক উত্তম কুমার,কারমাইকেল কলেজ শাখার সংগঠক পলাশ চন্দ্র রায় সংগঠনের পক্ষে যুক্ত বিবৃতিতে  আন্দোলনরত নিরীহ শিক্ষার্থীদের উপর পুলিশের এমন ন্যাক্কারজনক হামলার প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিতে আরও বলেন,আমরা মনে করি কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে ব্যার্থতার পরিচয় দিয়েছে। যার জন্য পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকান্ডের শিকার হয়েছে।বিবৃতিতে অবিলম্বে নিহত আবু সাঈদ হত্যাকারীর বিচার দাবী করেন। এছাড়াও শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ ও সন্ত্রাসীদের হামলায় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হলেও এখনো সংশ্লিষ্ট প্রশাসনের দেখতে না যাওয়া ও সার্বিক সহযোগিতা না করায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,অবিলম্বে  কোটা সংস্কার,সংশ্লিষ্ট প্রশাসনকে নিহত আবু সাঈদ এর পরিবারকে ক্ষতিপূরণ ও সকল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান,বেরোবি প্রক্টর বডির পদত্যাগ,হামলাকারী পুলিশ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।এবং উক্ত দাবিতে রংপুর সর্বস্তরের শিক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহবান জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments