খেলা

সেমিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান

নারী এশিয়া কাপের ফাইনালে খেলতে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্বল মাত্র ৮০ রান। ডাম্বুলায় টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে এই রান করে টাইগ্রেসরা। ফলে স্কোর বোর্ডে মাত্র ৮১ রান তুললেই ফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।
ডাম্বুলার শুক্রবার (২৬ জুলাই) প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। স্কোর বোর্ডে ৩৩ রান যোগ করতেই একে একে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ৫ ব্যাটার।
৮ নম্বরে ব্যাট করতে নামা র্স্বণা আক্তারকে নিয়ে লড়াই করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্বর্ণ ১৮ বলে ১৯ রানে আউট হলে ভেঙে যায় সব প্রতিরোধ। জ্যোতির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান।
ইনিংসের শেষ ওভারে কোনো রান তুলতে পারেনি বাংলাদেশ দল। শেষ ওভারে দুই উইকেটসহ রাধা যাদব শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া রেনুকা সিংয়ের নেন ৩ উইকেট।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments