September 08, 2024
সারাদেশ

পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৩০

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ সীমানার বিশমাইল নামকস্থানে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জনসহ অপর ঘটনায় উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকরিয়া ইউনিয়নের মোনাইল নামক স্থানে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি শাহাজাদি (৩৫) নামে এক মহিলা নিহত হয়েছে। শনিবার অনুমান সকাল সাড়ে ১০ টা থেকে সোয়া ১১ টার দিকে দুর্ঘটনা ২টি ঘটে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছে। বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানা পুলিশের ইনচার্জ সোলায়মান শেখ জানান, শনিবার সোয়া ১১ টার দিকে মহাসড়কের বিশমাইল নামকস্থানে ঢাকাগামী যাত্রীবাহী অপু ক্লাসিক পরিবহনের সাথে রংপুর গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাস ও ট্রাকের সম্মুখভাগের ডানদিক দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। লালমনিহাট জেলার হাতিবান্দার কমলসিন্দুরার বাসিন্দা ফারুক (৩৬) ও তার ছেলে ইশরাত ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ফাঁড়ি থানা পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এদিকে আহতের মধ্য প্রাথমিক চিকিৎসায় অনেকে সুস্থ থাকলেও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ইমু ও মিলন, বগুড়া সান্তাহারের মাহাফুজা ও মাইশা, নিহত শিশুর মা হাতিবান্দার সাবিনাসহ ৫ জন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং ঢাকার খালেক ও বগুড়ার শামিমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকুরিয়ার মোনাইল নামক স্থানে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বড়আলমপুরের শিমুলবাড়ীর মোনাজ্জল মাস্টারের স্ত্রী শাহাজাদি (৩৫) নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক মোনাজ্জল মাস্টার ও তার শিশু সন্তান আহত হয়। সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে টুকুরিয়ার দুধিয়াবাড়ি মন্ডলপাড়ায় শশুরবাড়ীতে যাবার পথে দুর্ঘটনা ঘটে। ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments