September 19, 2024
সারাদেশ

ফুলবাড়ী সরকারী কলেজে মার্স্টাস কোর্স চালু দেখে যেতে চান সমাজ সেবক শিক্ষানুরাগী বাদশা

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সরকারি কলেজে অনার্স কোর্স বাস্তবায়নের পর এবার মার্স্টাস কোর্স চালু দেখে যেতে চান সমাজ সেবক শিক্ষানুরাগী মোহাম্মদ আলী চৌধুরী বাদশা। দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী সরকারী কলেজ ৬টি বিষয় নিয়ে অনার্স কোর্স বাস্তবায়ন হওয়ার পর এবার চুরাশি বছরের অসুস্থ্য বৃদ্ধ-শিক্ষাঅনুরাগী এবং সমাজসেবক মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা) উক্ত ৬টি বিষয়ের উপর মাষ্টার্স কোর্স খোলার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরের মাননীয় উপাচর্য বরাবর আবেদনপত্রটি জমা দিলে ১৩ জুলাই শনিবার ফুলবাড়ী সরকারি কলেগের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেনের নিকট।
বিশিষ্ট দানবীর-এলাকার উন্নয়নের কান্ডারী মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা) তা দেওয়া আবেদন পত্রে লিখেছেন উক্ত কলেজে মেট্রিক পাশ করা ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান ও সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে তদানিন্তন জাতীয় পরিষদের সদস্য এবং তার মরহুম পিতা নুরুল হুদা চৌধুরী শিক্ষাকে সার্বজনীন করার লক্ষে ও থানা পর্যায়ে ১৯৬৩ সালে ফুলবাড়ী কলেজ প্রতিষ্ঠা করেন। সেই থেকে কলেজের পথচলা শুরু হয়। পিতার স্বপ্ন পূরণ করতে এবং সার্বজনীন শিক্ষা বিস্তার করাতে মোহাম্মদ আলী চৌধুরীর সার্বিক প্রচেষ্টায় কলেজে ৬টি বিষয়ে অনার্স কোর্স চালু ও জনবল বৃদ্ধি করা হয়। বিশিষ্ঠ শিক্ষানুরাগী মোহাম্মদ আলী চৌধুরী বলেন এখন আমি ফুলবাড়ী সরকারী কলেজে উক্ত ৬টি বিষয়ে মাষ্টার্স কোর্স চালু দেখে যেতে চাই।
প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে ফুলবাড়ী পার্বতীপুর, চিরিরবন্দর, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ উপজেলার গরিব অসহায় মানুষের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য ঢাকা, রাজশাহী, চিটাগাং না গিয়ে ফুলবাড়ী সরকারি কলেজে মাষ্টার্স কোর্সে ভর্তি হতে পারবেন।
কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন আবেদন পেয়ে বলেন জীবনের শেষ সময় এসেও মোহাম্মাদ আলী চৌধুরী এই কলেজে মাষ্টার্স কোর্স চালু দেখে যাওয়ার প্রচেষ্ঠা চালাচ্ছেন। তা সত্যিই একজন বিদ্যানুরাগী ছাড়া অন্য কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আমি তার প্রচেষ্টা এবং তার মরহুম পিতার স্বপ্ন পূরণের জন্য মাষ্টার্স কোর্স চালুর ব্যাপারে সকল সহযোগীতা প্রদান করব।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments