September 19, 2024
সারাদেশ

নানা আয়োজনে পীরগঞ্জের মৎস্য সপ্তাহ সপ্তাহ পালন

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ ‘‘ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’’ স্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার(৩১ জুলাই) দুপওে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনা অবমুক্তকরন,বনাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিতহয়।
এতে বক্তব্য রাখেন-উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে অবদান রাখায় উপজেলার তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়। মৎস্য ক্ষেত্রে সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়। এর আগে সকালে মৎস্যচাষী, জেলে ও মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজনের অংশগ্রহনে একটি র‌্যালী পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।


Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments