সারাদেশ
পীরগঞ্জে আগস্ট তিন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আকতার শিখা, আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, জাতীয় পার্টি নেতা বীরমুক্তিযোদ্ধা আবেদ আলী প্রধাণ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ফারজানা সহ সরকারি ও বেসরকারি দপ্তরের অফিসার, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী ও ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের বিষয়ে সার্বিক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
Comments