September 19, 2024
সারাদেশ

পীরগঞ্জ দুর্বৃত্তদের আগুনে আ’লীগঅফিস ভস্মীভূত, প্রেসক্লাবে আগুন নিয়ন্ত্রণ হলেও ১৮ মোটর সাইকেল পুড়ে ছাই

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চলা অসহযোগ আন্দোলন সকাল থেকে শান্তিপুর্ণ ছিল। গতকাল রোববার সকালে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল পীরগঞ্জ বাসস্ট্যান্ডে মহাসড়ক অবস্থান করে। এদিকে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সকাল থেকে আওয়ামীলীগ অফিসে কেন্দ্রীয় কর্মসূচী পালনে একত্রিত হতে থাকে। আন্দোলনকারীরা বাসস্ট্যান্ডে আগুন জালিয়ে ওভার ব্রীজের নীচে অবস্থান করছিল। হঠাৎ করেই বেলা ১২ টার দিকে লাঠি, সোটা হাতে ২ সহ¯্রাধিক অপরিচিত অল্প বয়সি তরুণ বাসষ্ট্যান্ড থেকে বন্দর অভিমুখে আসে। খবর পেয়ে আ’লীগের সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের একাংশ দলীয় কার্যালয় থেকে বাসষ্ট্যান্ডে যেতে থাকলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন তাল তলা নামক স্থানে মুখোমুখি হয়। ২/৩ মিনিট উভয় পক্ষে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আওয়ামীলীগের নেতা-কর্মীরা পিছ ুহটে নিরাপদ আশ্রয় নেয়। এ সময় দুর্বৃত্তরা দলে দলে দ্রæত বেগে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকে। এ সময় মন্ডল মার্কেটে থাকা ৮টি মোটরসাইকেল ভাংচুর করে। গুলশান মোড়ে এসে বেশ কয়েকটি দোকানের সাটার ভাংচুর করে এগিয়ে যায়। বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপসহ দুর্বৃত্তা দলীয় কার্যালয়ে অবস্থান নেয়া কয়েকশ নেতা-কর্মী সটকে পড়ে। বেলা পৌনে ১টার দিকে ফাঁকা পার্টি অফিস ও তালাবদ্ধ প্রেসক্লাবে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে দৃর্বৃত্তদের কাছে থাকা পেট্রোল দিয়ে আওয়ামীলীগ অফিসসহ প্রেসক্লাবের সামনে থাকা ১২টি মোটর সাইকেলে আগুন দেয় এবং পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনের মন্ডল মার্কেটে ৬টি মোটর সাইকেল ভাংচুর করে। প্রেসক্লাবের ২টি সাইনবোর্ড ভাংচুরসহ তালাবন্ধ ঘরে প্রবেশে জানালা ও দরজা ভাংচুর করে। জানালা দিয়ে ভিতরে থাকা সাংবাদিকের ২টি মোটর সাইকেল ভাংচুর করে। ক্লাবের বারান্দা ও পাঠাগানের দরজায় আগুন দেয়। এ সময় মসজিদে আযান হচ্ছিল। প্রেসক্লাবে তান্ডবের সময়ে কয়েকজন মুসল্লি এসে বাঁধা দিলে দুর্বৃত্তরা আবারও বাসস্ট্যান্ডে ফিরে যায়। ততক্ষণে আওয়ামীলীগ অফিস ও প্রেসক্লাবের সম্মুখে থাকা ১২টি মোটর সাইকেল ভস্মীভুত হয়। লোকজন ছুটোছুটি করে পানি দিয়ে প্রেসক্লাবের আগুন নিয়ন্ত্রণ করে। প্রায় ১৫ মিনিট ধরে দুর্বৃত্তদের এ তান্ডব চললেও থানা পুলিশের কোন সদস্য সেখানে দেখা মেলেনি। এদিকে প্রেসক্লাবে আগুন নেভাতে অসংখ্য মানুষ ফায়ার সার্ভিসকে ফোন দিলেও কোন সাড়া মেলেনি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দোকানদার এবং মিডিয়া কর্মী জানান, এটা দুর্বৃত্তদের পরিকল্পিত। যারা এসেছিল তারা কয়েকজন স্থানীয় বিএনপির হলেও অধিকাংশরা পরিচিত। আশপাশের বিভিন্ন এলাকা থেকে সদ্য নিষিদ্ধ জামাত-শিবিরকর্মীরা একত্রিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। এদিকে বিকেলে আওয়ামীলীগ এর একটি বিক্ষোভ মিছিল গিয়ে থানা বিএনপির ভাড়াটে অফিসে আগুন দেয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments