September 19, 2024
সারাদেশ

পীরগেঞ্জে হেফাজতের নের্তৃবৃন্দের আবু সাঈদের কবর জিয়ারত

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সহ-সম্পাদক মুফতি জাকির হোসেনসহ দলের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন । বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন নেতারা । কবর জিয়ারত শেষে আবু সাঈদের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানানা হয়। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয় এবং আজীবন আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম, নায়েবে আমীর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ইউনুস সাহেব, হেফাজতে ইসলাম উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামসহ আরো অনেকে। বাংলাদেশ হেফাজতে ইসলামের অর্থ সহ-সম্পাদক মুফতি জাকির হোসেন বলেন,কেউ যদি শরীরের ঘাম দেয় তাহলে তার ভাগ্যের পরিবর্তন হয় কিন্তু যদি কেউ শরীরের রক্ত দেয় তাহলে ইতিহাস গড়ে, ইতিহাস রয়ে যায়। তেমনি শহীদ আবু সাঈদ দেশ ও জাতির জন্য একটি ইতিহাস হয়ে থাকবে এবং শুধু বালাদেশের ইতিহাস নয় সারা বিশ্বের মুসলমানদের জন্য এটি ইতিহাস। আমরা শহীদ আবু সাঈদসহ সকল শহীদের জন্য দোয়া করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আরো বলেন, হেফাজতে ইসলামের পক্ষ থেকে আবু সাঈদসহ সকল শহীদের জন্য সরকারি ভাবে সম্মানি ভাতা প্রদান করার জন্য দাবি করেছি। আমাদের নেতৃবৃন্দ সরকারের সাথে যোগাযোগ করেছেন, বঙ্গভবনে গিয়েছেন, সেনা প্রধান ডেকেছেন সব জায়গায় আমাদের এরকম দাবি রয়েছে। সকলের জন্য যেন আল্লাহতাআলা এই ব্যবস্থাটা করে দেন এবং নতুন সরকারের কাছে আমরা দাবি করেছি যেন সকলকে সম্মানি ভাতা প্রদান করার জন্য যাতে আজীবন মানুষ তাদের স্মরন করে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments