September 19, 2024
সারাদেশ

বাংলাদেশের প্রতিটি পরিবারে মেধা ও যোগ্যতা রয়েছে আবু সাঈদ আত্মদান করে আমাদের সেই শিক্ষা দিয়েছে- হোসেন জিল্লুর রহমান

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি
আবু সাঈদ যেই শিক্ষাটা দিয়ে আত্মদান করলো, সেখান থেকে একটাই কথা যে, যোগ্যতা প্রতিটা পরিবারের আছে, সেটা গ্রামে হোক, শহরে হোক, ধনী হোক, গরীব হোক, কৃষক হোক, ব্যবসায়ী হোক, শ্রমিক হোক, বাংলাদেশের প্রতিটি নাগরিকের যোগ্যতা আছে, মেধা আছে। এই যোগ্যতার মেধাকে বিকাশের সুযোগ দিতে হবে, এবং বিকশিত হলে তাদের যেই জায়গায়, চাকুরীতে হোক, দেশের অর্থনীতিতে অংশ গ্রহন হোক, সেই অযৌতিক এবং অনৈতিক বাধা যেন কোথাও না হয়, যার যেভাবে প্রয়োজন সেভাবে যেন আগাতে পারে। এটাই কিন্তু হচ্ছে মুল, আবু সাঈদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শুধু ছাত্ররা নয়, আবু সাঈদসহ ছাত্রদের সাথে প্রতিটি স্তরের গণমানুষ আন্দোলনে সর্ম্পৃক্ত হয়। তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবীদ, ব্র্যাকের চেয়ারপারসন ও ব্র্যাকের গ্লোবাল বোর্ডের সিনিয়র ট্রাস্টি হোসেন জিল্লুর রহমান এসব কথা বলেন। গতকাল শনিবার দুপুরে পীরগঞ্জে’র বাবনপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে আসেন হোসেন জিল্লুর রহমান। সাঈদের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সময় কাটানোর পরে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। তিনি বলেন, একটা নিষ্ঠুর, জুলুমবাজ, মানুষের স্বার্থবিরোধী একটি সরকার পরিচালিত হচ্ছিল। সরকার বিরোধী সবাই মনে মনে ঘৃণা করছিল, বিরোদ্ধে দাড়াবার ইচ্ছা থাকলেও সাহস পাচ্ছিল না, সেই সাহসটা আবু সাঈদের আত্মদানের মুহুর্ত, যেভাবে আত্মদান, এককভাবে দাড়ানো, নিশ্চিত মৃত্যুর কথা জেনে দাড়ানো, সেই জায়গা থেকে সাহসের বীজ সারা জাতির মনের মধ্য ছড়িয়ে পড়ে। যোগ্যতা ও মেধাকে লালন করা প্রয়োজন। প্রত্যোকের এক একটা পরিবাবার রয়েছে, সামাজিক বন্ধনে আবদ্ধ সবাই। আমরা সবাই সহমর্মিতার ভিত্তিতে নুতন করে একটা বাংলাদেশ গড়তে হবে। সেজন্য অর্ন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এ সময় তাঁর সহধর্মীনীসহ রোকেয়া বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ, উপ-রেজিষ্টার রাশেদুল আলম রনি, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments