September 20, 2024
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে জন্মাষ্টমী উৎসব পালন ঠাকুরগাঁও প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে শ্রীকৃষ্ণের জন্মদিন তথা জন্মাষ্টমী অন্যতম। জন্মাষ্টমী উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটি ঠাকুরগাঁও জেলা শাখা। ঢাকের মুহু মুহু শব্দের সাথে তাল মিলিয়ে নারী পুরুষের যৌথ নৃত্য আর সূদীর্ঘ র‍্যালি ও ধর্মীয় আলোচনামধ্য দিয়ে পালিত হয়েছে শ্রী কৃষ্ণের ৫২৫০ তম জন্মবার্ষিকী। তবে অন্যান্য বারের তুলনায় এবারের শোভাযাত্রায় যথেষ্ট নিরাপত্তা বেষ্টনি লক্ষ্য করা গেছে। নিরাপত্তায় ছিলেন পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব। দিবসটি উপলক্ষে আজ দুপুরে ঠাকুরগাঁও গোবিন্দজিউ মন্দির থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক (পিপিএম-সেবা) সহ অন্যান্যরা। শোভাযাত্রাসহ আলোচনা সভায় হাজারো ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments