September 16, 2024
ধর্ম

ঠাকুরগাঁওয়ে কৃষ্ণমূর্তি দুধ পান হাজারো মানুষ ভিড়

জসীমউদ্দীন ইতি (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরে কৃষ্ণমূর্তি দুধ পান করছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পরে এ খবর ছড়িয়ে পড়ে। এরপরই সেই মূর্তিকে দুধ পান করাতে রাতভর হাজারো হিন্দু ধর্মাবলম্বী মানুষ ভিড় করেন ওই মন্দিরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর নীলসাগর এলাকার এক নারী স্বপ্নে দেখতে পান, কদমতলী গীত আশ্রম মন্দিরে কৃষ্ণমূর্তি দুধ পান করছে। পরে স্বপ্নে দেখার বিষয়টি মন্দিরের পাশে থাকা তারা এক বোনকে মুঠোফোনে জানালে তিনি মন্দিরে এসে রাধাকৃষ্ণের দুটি মূর্তিকে দুধ পান করান। এর মধ্যে, রাধা মূর্তি দুধ পান না করলেও কৃষ্ণমূর্তি দুধ পান করতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাটি দেখার জন্য হিন্দু ধর্মাবলম্বী মানুষ রাতভর ভিড় করেন।

দিনাজপুর থেকে আসা শ্রী প্রথই রানী রায় বলেন, ফেসবুকের মাধ্যমে জানতে পারি, কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরে কৃষ্ণ পান করছে। এই অলৌকিক ঘটনা দেখার জন্য দিনাজপুর থেকে ছুটে এসেছি।

ঠাকুরগাঁওয়ের আকচা থেকে আশা রমেশ সেন বলেন, আমি আগে এগুলো বিশ্বাস করতাম না। তবে, এখন চোখের সামনে এমন পরিস্থিতি দেখে অবাক হয়েছি।

কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরের পরিচালক বিশ্বজিত বলেন, ‘রাতভর মানুষের ভিড় সামলাতে হিমসিম খেতে হচ্ছে। এরকম অলৌকিক ঘটনার সাক্ষী হতে পেরে আমরা সবাই খুশি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments