September 19, 2024
সারাদেশ

ফুলবাড়ীর পল্লীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা রোপা আমন ধানের ক্ষতিসাধন।

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:
ফুলবাড়ীর পল্লীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা রোপা আমন ধানের ক্ষতিসাধান করে। ফুলবাড়ী উপজেলার পার্শ্ববর্তী পাবর্তীপুর উপজেলার সাহাগ্রামের মোঃ আফতার হোসেন এর ফুলবাড়ী থানায় গত ৩০/০৮/২০২৪ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় যে, ফুলবাড়ী উপজেলার বাগড়া রাজারামপুর গ্রামের ওয়াজে আলী (৬০) পিতা: মৃত আব্দুল গনি, মোঃ রাসেল (৩৫) পিতা: ওয়াজে আলী সহ অজ্ঞাত ১০-১২ জন পাওয়ার টিলার নিয়ে গিয়ে আফতার হোসেন কবলাকৃত এর ৫২ শতক জমিতে লাগানো রোপা আমন ধানের চারা নষ্ট করে ফেলে। আফতার হোসেন জানান, ফুলবাড়ী উপজেলা সিংড়া মৌজার, জেএল নং-১৩৫, সাবেক দাগ-০১, হালদাগ-০১, খারিজ খতিয়ান-১১১, ডিপি খতিয়ান-৯৪, এসএ খতিয়ান-৪০ উক্ত দাগে ৫২ শতক জমি আমি ক্রয় করি। উক্ত জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। হঠাৎ করে প্রতিপক্ষরা জমির দাবী করে আমার জমিতে লাগানো রোপা আমন ধানের চারা নষ্ট করে দেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments