September 20, 2024
সারাদেশ

স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে খানসামায় এক যুবকের কারাদণ্ড

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: স্কুলগামী এক ছাত্রীকে শ্লীলতাহানি ও উত্যক্ত করার অপরাধে দিনাজপুরের খানসামায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।

দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে শাকিল ইসলাম (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে দুহশুহ থেকে চেহেলগাজী যাওয়ার রাস্তায় স্কুল যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করেন অভিযুক্ত যুবক শাকিল ইসলাম। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে যুবককে আটকে করে। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ, সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ঐ বখাটে যুবককে গ্রেফতার করে। বখাটে কর্তৃক দোষ স্বীকারোক্তির পর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, স্কুলগামী একজন শিক্ষার্থীকে উত্যক্ত করার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযোগ গঠনপূর্বক অভিযুক্ত যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে সামাজিক অপরাধ প্রতিরোধ সকলের সচেতনতা ও সহযোগিতা চান তিনি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments