সারাদেশ
পীরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে নিহত ১
আজ বুধবার
সন্ধ্যা অনুমান ৬ টায় রংপুরের পীরগঞ্জ উপজেলা বাস ষ্টান্ডের
দক্ষিনপার্শ্বে রংপুর ঢাকা মহাসড়কের পুর্ব পার্শ্বে রাস্তা সংলগ্ন আব্দুল
গফুর প্রফেসরের বহুতল ভবন নির্মানের সময় বিদ্যুৎস্পৃর্শে এক নির্মান
শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিক্ষুদ্ধ এলাকাবাসী নিয়ম বর্হিভূতভাবে
বহুতল ভবন নির্মান ও পল্লী বিদ্যুৎের গাফলতিকে দায়ী করছেন। সড়ক বিভাগের
কর্মকর্তা ও হাই ভোল্টের একটি লাইন থেকে কত মিটার পর্যন্ত একটি ভবন নির্মান
করা যাবে, এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ ও সড়ক জনপথের
নজরদারীর চরম অবহেলাকে এ মৃত্যুর কারন বলে দাবী করেন। নিহত মোতাল্লেবের
বাড়ী উপজেলার কাবিলপুর ইউনিয়নের গোপিনাথপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Comments