বিশ্বযোগ

‘দীর্ঘ’ পর্যায়ে প্রবেশ করছে ইউক্রেন যুদ্ধ

ইউক্রেন যুদ্ধের একটি ‘দীর্ঘ’ পর্যায়ে প্রবেশ করছে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন। শুক্রবার (১৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই বিবৃতিতে তিনি বলেন, রুশ বাহিনীর প্রায়োগিক ও কৌশলগত লক্ষ্যবস্ত্যু ইউক্রেনীয় বাহিনী কমিয়ে আনতে সক্ষম হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আরও লিখেছেন, আমরা যুদ্ধের একটি নতুন – দীর্ঘমেয়াদী – পর্যায়ে প্রবেশ করছি। যুদ্ধ জিততে হলে সাবধানে সম্পদের পরিকল্পনা করতে হবে, ভুল এড়াতে হবে, আমাদের শক্তি নিয়োগ করতে হবে যেন শেষ পর্যন্ত শত্রুরা ব্যর্থ হয়।

তিনি লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৯ মে নাৎসি জার্মানির ১৯৪৫ সালের আত্মসমর্পণের বার্ষিকীতে একটি বড় বিজয়ের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে কিয়েভের তীব্র প্রতিরোধে রাশিয়ার কৌশলগত পরাজয় হয়। রুশ বাহিনীকে কিয়েভ এবং উত্তর ইউক্রেন থেকে প্রত্যাহার করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments