সারাদেশ

পীরগঞ্জে ব্যাটারী চালিত যানবাহনের দাপটে পথচারিরাও অসহায় !

পীরগঞ্জ (রংপুর)-রংপুরের পীরগঞ্জ উপজেলায় সর্বত্র ব্যাটারী চালিত রিক্সা ভ্যানের দাপটে সাধারন পথচারিরা অসহায় হয়ে পড়েছেন। বেপরোয়া গতিতে এসব যানবাহন চলাচল করায় জীবনের ঝুঁিক নিয়ে এগুলোতে আরোহী হতে হয় যাত্রীদের। সবচেয়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে রাতে বেলা। ব্যাটারী চালিত রিক্সাভ্যানগুলোর সম্মুখভাগে রাতে যে লাইট জ¦ালানো হয় সেটির আলো চারদিকে বিচ্ছুরিত হওয়ায় পথচারীদের দৃষ্টিকে বিড়ম্বনায় ফেলে দেয়। এমনকি লইটের উপরিভাগে কোন প্রকার রং বা শেড না দেয়ায় ওই লাইট হতে বিচ্ছুরিত অতিবেগুনী রশ্মির প্রভাবে পথচারীদের দৃষ্টি শক্তি দিনের পর দিন লোপ পায়। এক পরিসংখ্যানে জানা গেছে,উপজেলার ১৫ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২০ হজারেরও বেশি রিক্সাভ্যান রয়েছে। এগুলোর মধ্যে অধিকাংশই এখন ব্যাটারি চালিত। স্থানীয় প্রযুক্তিতে তৈরী ব্যাটারী চালিত এই রিক্সা/ভ্যানগুলোতে গতির তুলনায় নিয়ন্ত্রনের জন্য যে প্রযুক্তি সংযুক্ত রয়েছে তা অনেক সময় ঠিকমত কাজ না করায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে যেহেতু অধিকাংশ রিক্সাভ্যানের চালকের বয়স ১৫ বছরেরও কম। তাই চালকরা শিশু কিশোর এবং উঠতি বয়সী হওয়ায় এরা স্বভাবতই বেপরোয়া। এদের নিয়ন্ত্রনে কারো যেন কোন মাথা ব্যাথা নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে,উপজেলা নির্বাহী কর্মকর্তা অপেক্ষা করছেন বড় ধরনের কোন দুর্ঘটনার জন্য! উপজেলা সদরে কর্মকর্তাদের নাকের ডগায় সার্বক্ষনিক এসব ঝুঁকিপুর্ণ যানবাহন চলাচল করলেও এদের নিয়ন্ত্রনে কোন আইনগত পদক্ষেপ গ্রহনের কোন প্রকার রেকর্ড নেই থানা পুলিশের খাতায় !

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments