সারাদেশ

বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ এর সভাপতিতে¦   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ হেড অব নর্দান এরিয়া সীমান্ত চিসাম, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর হোসেন, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুর রহমান, শিশু অধিকার কমিটির সভাপতি পলি কর্মকার সহ আরো অনেকে । অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।
এই বক্তারা বলেন শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠানে শিশুশ্রম ও বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধের উপায় এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পদক্ষেপ সমূহের উপর, শিশু আইন ও শিশু সহায়তায় সরকারের নানা উদ্যোগ, সম্পর্কিত তথ্যাদি নিয়ে অলোচনা করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments