মহান শিক্ষা দিবস উপলক্ষে রংপুরে
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ ও মিছিল
১৭সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস। ১৯৬২সালের এই দিনে পাকিস্তানি শাসন-শোসন ও
শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়ালিউল্লাহ, গোলাম
মোস্তাফা, বাবুলসহ নাম না-জানা অনেকেই। তাদের স্মরণে এই দিনকে শিক্ষা দিবস
হিসেবে পালন করা হয়। পরে বাধ্য হন এই কুখ্যাত শরিফ শিক্ষা কমিশন বাতিল
করতে, এর পরে স্বাধীন দেশ হওয়ার পরও একই আক্রমণ এসেছে শিক্ষাক্রমের উপর।
আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ৮৪সাল থেকে আজ অবধি শিক্ষা
রক্ষার আন্দোলন অব্যাহত রেখেছি।সেই লড়াইয়ের ধারাবাহিকতায় মহান শিক্ষা দিবস
উপলক্ষে ১৯সেপ্টেম্বর,বিকাল ৪টায়, রংপুর প্রেসক্লাব চত্তরে ছাত্র সমাবেশ
অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য রাজু বাসফোরের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব
করেন ছাত্র ফ্রন্ট জেলা সাজু বাসফোর। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন
গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সমাজতান্ত্রিক ছাত্র
ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক উমর ফারুক, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন
বাবলু প্রমূখ। বক্তাগণ সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেক্যুলার-গণতান্ত্রিক
একই ধারার শিক্ষানীতি প্রণয়ন করা। গাইবান্ধায় মেডিকেল কলেজ ও পাবলিক
বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং গাইবান্ধা সরকারি কলেজে বাস সার্ভিস চালুসহ
কলেজের নানাবিধ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।অবিলম্বে ছাত্র সংসদ
নির্বাচন দেয়া, ছাত্র রাজনীতি বন্ধের নামে বিরাজনীতি করনের পাঁয়তারা বন্ধ,
প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ক্যাম্পাসে নারী
নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা । শিক্ষা উপকরণের দাম কমানো,শিক্ষা খাতে
বরাদ্দ বাড়ানো, অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ২০২১বাতিল করা। গণঅভ্যুত্থানে
হত্যাকান্ডের সাথে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করা। শহীদদের প্রকৃত
তালিকা প্রকাশ করা, আহতদের রাষ্ট্রীয় দায়িত্বে সুচিকিৎসা এবং শহীদ পরিবার ও
আহতদের পুনর্বাসন নিশ্চিত করাসহ গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রংপুরে
স্মৃতিফলক নির্মাণের দাবি জানান।
Comments