সারাদেশ

দিনাজপুরের মধ্যপাড়ায় কাঠব্যবসায়ীদের পূনঃটেন্ডারের আবেদন প্রত্যাহার সহ সৌহার্দ্য পূর্ণ পরিবেশ সুষ্ঠ সমাধান

বিশেষ প্রতিনিধি
দিনাজপুরের মধ্যপাড়া বন বিভাগের কাঠব্যবসায়ীদের মধ্যে কতিপয় অমিমাংসিত বিষয় নিয়ে লট পুনঃটেন্ডারের দাবিতে ১৮ জন ব্যবসায়ীর গন স্বাক্ষর সম্বলিত আবেদন প্রত্যাহার এবং দ্রুত তম সময়ে বন বাগানের লটসমুহ কর্তনের জন্য ঐক্যমত সিদ্ধান্ত উপনিত হয়েছেন সংশ্লিষ্টগন। মধ্যশিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বিএনপি নেতা মোঃ আবুল কাসেম আলীর উদ্যগে বৃহস্পতিবার বিকেলে স্হানীয় কাঠ ফিল্ডে এলাকার সুধীজন ব্যবসায়ীমহল শিক্ষক মহোদয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সুষ্ঠ সমাধানে উপনীত হয়েছেন  ভুক্তভোগীগন। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির দিক বিবেচনা করে এবং টেন্ডারকৃত লট সমুহের বিপরীতে সরকারের অনুকূলে কোষাগারে জমানত কৃত টাকা নিয়ে জটিলতা এড়াতে ও ব্যবসায়ীদের মধ্যে সবল/ দূর্বল লট সুষ্ঠ ভাবে বন্টন প্রক্রিয়া নিশ্চিত করার অঙ্গিকারবদ্ধতায় অভিযোগ কারী গন পূনঃটেন্ডারের দাবি হতে সরে এসে ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে স্বার্থসংরক্ষনে উদ্যগি হয়েছেন। প্রবীন সিনিয়র শিক্ষক মোঃ আবুল কাসেম আলী জানান আওয়ামী লীগ দলীয় সরকারের সময় বন বিভাগের টেন্ডার হওয়ায় কতিপয় দলীয় প্রভাবশালী নেতার জন্য তাদেরই কয়েকজন অনুসারী সিংহভাগ লট ব্লক বা সংরক্ষিত করে রাখেন এতে করে ক্ষিপ্ত হয়ে ১৮ জন সাধারণ ক্ষুব্ধ ব্যবসায়ী ব্লক প্রথা বিলুপ্ত সহ পুনঃ টেন্ডারের জন্য বিভিন্ন দপ্তরের আবেদন করেন। যেহেতু দেশে এখন দলীয় সরকার নেই তাই দলের কোন নেতার জন্য লট সংরক্ষণ করে রাখার প্রশ্নই ওঠে না ব্যবসায়ীদের কে তাদের সুবিধা মত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই পূর্বের ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা নেই।  তারই আলোকে টেন্ডার কৃত সমস্ত লট ব্যবসায়ীদের মধ্যে সুষম বণ্টন অর্থাৎ সবল লট ও দূর্বল লট সমুহ প্রত্যেকের মধ্যে নিরপেক্ষতা বজায় রেখে বিতরণের প্রস্তাবনা উপস্থাপন করায় অভিযোগ কারীগন সানান্দেই অভিযোগ প্রত্যাহার পূর্বক সল্প সময়ের মধ্যে লট কর্তনের অনুমতির জন্য জোর দাবি জানাচ্ছেন। কাঠব্যবসায়ী দলের প্রধান সমন্বয়ক নবাবগঞ্জের আলোচিত স্কেল ব্যবসায়ী সাবেক এমপি শিবলী সাদিকদের সহযোগী দাবিদার এনামুল হক জানান অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়ে সফলভাবে এগিয়ে চলতে দৃঢ়প্রতিজ্ঞা বদ্ধ।  যেকোনো মূল্যে সকল ব্যবসায়ীর সম ব্যবসায়ীক সুবিধা নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ ভাবে  হাতে হাত মিলিয়ে কাজ করার উদ্যগী হয়েছি একারণে কোন ব্যবসায়ী যেন প্রত্যারিত বা ক্ষতি গ্রস্হ না হয় সে বিষয়ে সচেতন ভাবে আন্তরিকতার সঙ্গে কাজ চলমান রয়েছে। অভিযোগ দাখিল কারী ব্যবসায়ী সাইমুল হক আব্দুর রাজ্জাক মিনহাজুল ইসলাম আজমল হক মিজানুর রহমান আলফাজ হোসেন আজমল হক সাইদার রহমান সহ অনেকেই জানান সর্বজন শ্রদ্ধেয় আবুল কাসেম মাষ্টার সংকট নিরসনে যে চমৎকার উদ্যগ নিয়েছেন তাঁর প্রতি আমরা যথেষ্ট আস্হাশীল  তাই পূনঃটেন্ডারের দাবি থেকে সরে এসেছি সেই সঙ্গে পূনঃটেন্ডারের আবেদন প্রত্যাহার সহ লট সমুহ কর্তনের অনুমতি প্রদানের জন্য বন বিভাগের দায়িত্ব শীল মহলের শুভদৃষ্টি কামনা করছি। বিদায়ী রেন্জ অফিসার নিশিকান্ত মালাকারের রোষানলের শিকার সাইমুল হকের বিরুদ্ধে দাখিল কৃত হয়রানি মুলক মামলা নিষ্পত্তি কল্পে ব্যবসায়ীনেতারা বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সুরাহার আশ্বাস দিয়েছেন। জানা  গেছে দিনাজপুরের চরকাই ও মধ্যপাড়া রেঞ্জের প্রায় এক হাজারের অধিক লট টেন্ডারে আওয়ামী লীগ দলীয় দাপট ও নেতাদের নামে লট সংরক্ষণে  দরপত্র নং-২৯ অব ২৩-২৪ বাতিলের দাবি জানিয়ে ব্যবসায়ীগন বিভিন্ন দপ্তরের আবেদন করলে জাতীয় দৈনিক পত্রিকায়   প্রতিবেদন প্রকাশিত হয়। ফলে ব্যবসায়ীক মহলে বিরুপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় এবং চরকাই রেন্জ অফিসার নিশিকান্ত মালাকার ও মধ্যপাড়া রেঞ্জ অফিসার উজ্জ্বল হোসেন কে দ্রুত সময়ে বদলী এবং ডিএফও অফিসের সামিউল খানের বিরুদ্ধে ব্যবস্হা গৃহীত হয় বলে জানা গেছে। লট কর্তনে অনিশ্চয়তা দেখা দিলে পরিস্থিতি আমলে নিয়ে ব্যবসায়ী মহল সমস্যা নিরসনে উদ্যগী হয়ে সুষ্ঠ সমাধানের পথ সুগম করায় শিক্ষক রবিউল ইসলাম  আয়োজকগন কে সাধুবাদ জানান। পরে স্হানীয় ব্যবসায়ীদের নিয়ে মিষ্টিমুখের আয়োজন করা হয়। এ বিষয়ে বিশিষ্ট কাঠ ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান ৩১ জানুয়ারী/২৪ টেন্ডার হওয়ার ১০ মাস অতিবাহিত হতে চলছে অথচ নানান জটিলতায় বাগান কর্তনের নির্দেশনা না থাকায় স্বল্প পুঁজির ব্যবসায়ীগন কঠিন সময় পার করছেন তাই যতদ্রুত সময়ে বাগান কর্তনের অনুমতি প্রদান করা বান্চনীয়। সকল স্তরের কাঠব্যবসায়ীগন দলনিরপেক্ষ সরকারের সময়ই প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করনের মাধ্যমে বন বাগান কর্তনের পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments