সারাদেশ

ঘোড়াঘাটে ক্যাপিটেশন ভুক্ত মাদ্রাসা গুলোতে চলছে লাখ লাখ টাকা লুটপাট দেখার কেউ নেই॥

ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ক্যাপিটেশন ভুক্ত মাদ্রাসা গুলোতে চলছে লাখ লাখ টাকার লুটপাট দেখার কেউ নেই। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার মাদ্রাসার সংখ্যা ৪০টি। প্রতিটি মাদ্রাসা ঘুরে দেখা যায়, যেমন রাণীগঞ্জ গ্যাস পাম্পের পাশে আল হেকমা মাদ্রাসায় ৩০ জন, শালিকাদহ দারুল উলুম নূরানী হাফেজীয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং এ ৩০ জন, বিশ্বাইনাথপুর মরহুমা রোকসানারা আক্তার বানু মহিলা এতিমখানা ও লিল্লাহ বোডিং এ ৩৬ জন ছাত্রী, বলগাড়ী বাজার মদিনাতুল উলুম লিল্লাহ বোডিং ও এতিমখানার ৭২ জন শিক্ষার্থী, বিশ্বাইনাথপুর ডেওয়াগাড়ী রাহিলা খাতুন দারুল হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং এ ১৪৩ জন। উক্ত মাদ্রাসায় আমাদের প্রতিনিধি গিয়ে মৌলভী সাহেবের সঙ্গে দেখা করতে চাইলে মৌলভী সাহেব দৌড় দিয়ে মাদ্রাসার ২তলার উপরে দরজা লাগিয়ে দিয়ে বলেন যে, আমি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলবো না। জানা যায়, উপজেলার প্রতিটি মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ১২-১৪ জনের উপস্থিতি পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সমাজসেবা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনা সর্ব সত্য বলে স্বীকার করেন। এতে প্রতীয়মান হয় যে, প্রতিটি মাদ্রাসায় অনেক শিক্ষার্থী দেখিয়ে প্রতি মাসে প্রতি শিক্ষার্থীর নামে ২ হাজার টাকা করে উত্তোলন করা হয়। এতে প্রতি মাসে সরকারের লাখ লাখ টাকা লুটপাট হয়ে যাচ্ছে দেখার কেউ নেই।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments