বিশ্বযোগ
ন্যাটোকে রাশিয়ার সতর্কবার্তা
রাশিয়া সতর্কবার্তা উচ্চারণ করে বলেছে, ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদান ওই অঞ্চলের ‘সামরিকীকরণ’ ঘটাবে এবং ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্র মোতায়েন করলে মস্কো তার প্রতিক্রিয়া জানাবে। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেন, রাশিয়া জানে যে ন্যাটো নাগালের মধ্যে সবকিছু সামরিকীকরণ করতে চায়। প্রস্তাবিত ন্যাটো সম্প্রসারণে রাশিয়া রাজনৈতিক প্রতিক্রিয়া জানাবে বলেও আলেকজান্ডার গ্রুশকোর বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরআইএ এক প্রতিবেদনে জানিয়েছে।
আর রাশিয়ার এই প্রতিক্রিয়া আবেগ দিয়ে নয়, বরং বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, শনিবারের ন্যাটোর বৈঠকে সুইডেন ও ফিনল্যান্ড অতিথি হিসেবে উপস্থিত থাকবে বলে বিবিসি জানিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই দেশ দুটি ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করবে কী না সেই সিদ্ধান্ত এই বৈঠকে নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।
সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্য পদের আবেদন করলে ক্রেমলিন আগেই প্রতিক্রিয়া জানানোর হুমকি দিয়েছিল। অবশ্য কি প্রতিক্রিয়া জানান হবে তা স্পষ্ট করা হয়নি।
Comments