অপরাধ

উত্তরায় মানব পাচার, মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে চার নারীসহ গ্রেপ্তার- ১১

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর উত্তরায় মানবপাচার, মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে চার নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । মঙ্গলবার (১৫ই অক্টোবর) দিনগত গভির রাতে উত্তরার-১১ নম্বর সেক্টরের গরিব-ই-নেওয়াজ অ্যাভিনিউ সড়কের হোটেল লা-স্কাইয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় । এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫ পিস কনডম উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃতরা হলেন, রবিউল ইসলাম (৪১), মেহেদী হাসান (৩২), আবুল হাসনাত (২৮), নাজমুল হোসেন (২৫), মো. আসাদুজ্জামান (৩৫), আলি হোসেন (৩৭), গৌতম সাহা (৪০), আকলিমা (১৯), পূজা পোদ্দার নেহা (২১), নাজমা খাতুন (২৫), মিথিলা আক্তার,(২০)। ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, উত্তরা ১১ নম্বর সেক্টরের হোটেল লা-স্কাই এ অসামাজিক কার্যকলাপ চলছে । পরে সেখানে অভিযান চালিয়ে এই চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মানব পাচার, মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত । তারা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে যুবতী মেয়েদের দিয়ে আবাসিক হোটেলের আড়ালে লোকজনের সঙ্গে দেহ ব্যবসা ও পতিতাবৃত্তি করে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছিলেন । উক্ত ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানান ওসি মো. হাফিজুর রহমান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments