সারাদেশ

খানসামায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: জরায়ু মুখে ক্যান্সার রোধে দিনাজপুরের খানসামা উপজেলায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শামসুদ্দোহা মুকুলের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আসিফ জাহান পিয়াস খানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গাইনী কনসালটেন্ট ডা. হাসিনা বানু, মেডিকেল অফিসার ডা. লিমন সেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার বর্মন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সরকার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম এবং উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা।

উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় খানসামা উপজেলায় ৫ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত প্রায় ৯ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যে রেজিস্ট্রেশন ও প্রস্তুতি নিয়ে আলোচনা করে করণীয় নির্ধারণ হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments