রাজনীতি

নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রংপুরে বামজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সয়াবিন তেল,চাল,ডাল,আটা,চিনি, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গতকাল ১৭ মে ২০২২ সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।রংপুর প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত সমাবেশে সিপিবি রংপুর জেলার সভাপতি কমরেড শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস,বাসদ(মার্কসবাদী),রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু,সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান সাজু।সঞ্চালনা করেন বাসদ রংপুর জেলার সদস্যসচিব মমিনুল ইসলাম।নেতৃবৃন্দ বলেন সরকার ১ভাগ ধনীর স্বার্থে ৯৯ভাগ সাধারণ মানুষ লুটপাট করার সুযোগ তৈরি করে দিয়েছে।পর্যাপ্ত মজুদ থাকার পরও সিন্ডিকেটের কারসাজিতে সকল পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধি হয়েছে।এদের বিরুদ্ধে লোক দেখানো অভিযান পরিচালনা করছে সরকার,যার কোন প্রভাবই বাজারে পড়ছে না।ফলে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নেতৃবৃন্দ।একদিকে মানুষ যখন মূল্যবৃদ্ধিতে সঙ্কটাপন্ন ঠিক সেই সময় যে ভূমিহীনরা সরকারী খাস জমিতে,রেলের ধারে, রাস্তার ধারে কোনরকম মাথা গোঁজার ঠাঁই করেছে কোন পুনর্বাসন ছাড়াই তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে।নেতৃবৃন্দ বলেন টাকাওয়ালারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাজার হাজার বিঘা খাসজমি দখল করে রেখেছে-এদের বিষয়ে সরকার নিশ্চুপ। শুধু টিভিতে প্রচার নয় ভূমিদস্যুদের কবল থেকে খাসজমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান নেতৃবৃন্দ।সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments