সারাদেশ

পীরগঞ্জে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ শ্লোগানে পীরগঞ্জে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করে উপজেলা আনসার ভিডিপি অফিস। উপজেলা নির্বাহী ককর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ভিডিপির বিভাগীয় প্রধান মোঃ আব্দুস সামাদ,পিভিএমএস। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রীনা, অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা খাতুন, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক কবি সুলতান আহমদ সোনা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার রাশেদুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের বিভিন্ন কর্মকাণ্ডে আনসার বাহিনীর গুরুত্ব তুলে ধরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের কমান্ডার মোঃ আব্দুস সামাদ (পিভিএমএস) বলেছেন, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে আনসার ভিডিপি অগ্রনী ভুমিকা রেখেছে এবং রাখছে। এ দেশের কোন গ্রামে বিদেশি শত্রু একটি 'পা' রাখারও স্থান পাবে না। কারণ প্রতিটি গ্রামেই আনসার-ভিডিপির সদস্য রয়েছে। আমরা জিততে শিখেছি, হারতে শিখিনি। তিনি আরও বলেন, আনসার-ভিডিপি দক্ষ জনশক্তি তৈরির কারখানা। সে কারণেই আনসার-ভিডিপির পক্ষ থেকে কারিগরি ও বৃত্তিমুলক প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে। তিনি বর্তমান সরকারকে জনবান্ধব সরকার উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী আমাদের জন্য আশীর্বাদ। তার ছায়াতলে থেকে আনসার বাহিনী এগিয়ে যাচ্ছে। এ সরকার জনবান্ধব সরকার, উন্নয়নের সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের উন্নয়ন টেকসই করতে কাজ চলছে। বর্তমান সমুদ্র থেকে মহাকাশ পর্যন্ত বিজয় অর্জন করেছে। তার বক্তব্যে আরও বলেন, মুক্তিযুদ্ধে ৪০ হাজার আনসার সদস্য সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে ৬৭০ জন শাহাদাৎ বরণ করেছেন। তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
সমাবেশ শেষে আনসার ভিডিপি সংগঠনের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পৌর এলাকা, ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতাদের ১১টি বাইসাইকেল ও মিঠিপুর ইউনিয়নের দলনেত্রী ইসমত আরা বেগমকে ১টি সেলাই মেশিন প্রদান করা হয়। সেই সাথে উপস্থিত আমন্ত্রিত অতিথিদেরকেও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপির টিআই মোক্তার হোসেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments