সারাদেশ

ঝিনাইদহ পৌরসভা ও দুই ইউনিয়নে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৯১ জন!

ঝিনাইদহ-
ঝিনাইদহ পৌরসভায় মেয়র পদে ৬ জন, কমিশনার পদে ৭১ জন ও সংরক্ষিত আসনে জমা দিয়েছেন ২০ জন প্রার্থী। ঝিনাইদহ পৌর মেয়র প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত আব্দুল খালেক, স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, বাসের আলম সিদ্দিকী, মিজানুর রহমান মাসুম, ফজলুল করিম গামা, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিরাজুল ইসলাম। পাগলা কানাই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছে ৪ জন। তারা হলো-আওয়ামী লীগ মনোনীত আতাউর রহমান,সতন্ত্র প্রার্থী আবু সাঈদ বিশ্বাস, আসাদুজ্জামান, ইকবাল হোসেন।এছাড়াও সাধারণ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন। সুরাট ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত কবির হোসেন, সতন্ত্র প্রার্থী আশরাফ হোসেন,রাজন মিয়া,এনামুল হক ও সাইফুল্লাহ।এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আবু ছালেক এ তথ্য জানিয়েছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments