সারাদেশ

ঝিনাইদহে নিরাপদ শাকসবজি বিপণন কলাকৌশল ও বাজার সংযোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ-
ঝিনাইদহে নিরাপদ শাকসবজি বিপণন কলাকৌশল ও বাজার সংযোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিননব্যাপী কৃষি বিপণন অধিপ্তরের আয়োজনে জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেসময় ঢাকা কৃষি বিপণন অধিপ্তরের সহকারী পরিচালক প্রশিক্ষণ নিখিল চন্দ্র দে, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খান, মাঠ কর্মকর্তা মনোরঞ্জন চন্দ্র রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় সবজি চাষী, ফুল ব্যবসায়ী, কৃষি উদ্দোক্তা সহ ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় ঢাকা কৃষি বিপণন অধিপ্তরের সহকারী পরিচালক প্রশিক্ষণ নিখিল চন্দ্র দে বলেন, পর্যায়ক্রমে জেলা সদর সহ অধিক উৎপাদনশীল এলাকায় কৃষক বাজার স্থাপন করা হবে যাবে কৃষকরা তাদের পণ্য ন্যায্য মুলে বিক্রি করতে পারে। পাশাপাশি নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদন ও ভোক্তার সাথে সংযোগ স্থাপন করে বিক্রির সুবিধার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। এতে ভোক্তা যেমন উপকৃত হবে তেমনি বিক্রেতা বা উৎপাদনকারী সরাসরি তার পন্য নির্ধারিত বাজারের মাধ্যমে বিক্রি করতে পারবে। এতে তার উৎপাদিত পন্যের ন্যায্য মুল নিশ্চিত হবে। জেলা কৃষি বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খান বলেন, সবজির পাশাপাশি ফুলচাষী, ব্যবসায়ী সহ উদ্দোক্তারা তাদের পণ্যের সঠিক বিপণন করতে পারে সে বিষয়ে কলাকৌশল গত পরামর্শ অব্যাহত রয়েছে। এর আগে মঙ্গলবারও দিনব্যাপী অনলাইন কৃষি বিপণন প্লাটফর্মের মাধ্যমে কৃষি পণ্য বিপণন ব্যবস্থা কৌশল বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানেও ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments