জাতীয়
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৮ জনের মৃত্যু
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫২৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৮৭ হাজার ২৭৬ জনে।
এর আগে, শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যু দাঁড়িয়েছিল ২৯ হাজার ৭৭ জনে। এ সময়ে নমুনা ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগী দাঁড়িয়েছিল ১৯ লাখ ৮৬ হাজার ৭৪৭ জনে।
তারও আগে, শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৬ জনের মৃত্যু হয়েছিল। তখন করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯ হাজার ৬৪ জনে। ঐ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ৬০৪ জনের শরীরে। শনাক্তের হার ছিল ৩ দশমিক ২০ শতাংশ। তখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িায় ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জনে। ঐ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হন ৪ হাজার ৪০৩ জন। তখন পর্যন্ত সুস্থ হন ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Comments