সারাদেশ

বীরগঞ্জে লাল সবুজের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি ঃ শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে কেক কেটে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সংগঠনটির উপজেলা শাখার আয়োজনে কেক কাটা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। এসময় লাল সবুজ উন্নয়ন সংঘের বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা কামরুল নাহার কাজল, সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ সভাপতি সুজন মিয়া, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক আদিল মাহমুদ, সহ অর্থ সম্পাদক অঙ্কুর সাহা, প্রচার সম্পাদক প্রদীপ রায় জিতু, সহ প্রচার সম্পাদক সিফাত ইসলাম সেলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাইশা মেহজাবিন জুই, সমাজ কল্যাণ সম্পাদক শেখ রিপন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, নারী ও শিশু উন্নয়ন সম্পাদক জুই রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিমা রায়, সদস্য সোনিয়া আক্তার, আল ইমরান, ওমর ফারুক ও ইবনে সিফাত প্রমুখ। পরে বীরগঞ্জ উপজেলায় যোগদান করায় নবাগত ইউএনও জিনাত রেহানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। লাল সবুজ উন্নয়ন সংঘের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. তোফাজ্জল হোসেন জানান, ২০১১ সালের ২৪ মে কুমিল্লায় কাওসার আলম সোহেল ভাইয়ের হাত ধরে লাল সবুজ উন্নয়ন সংঘের যাত্রা শুরু। সেই থেকে সময়ের পরিক্রময়ায় এখন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যের সারাদেশে সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থী। সদস্যরা টিফিনের টাকা বাঁচিয়ে মাসিক ১০ টাকা হারে চাঁদা দিয়ে সংগঠনটি পরিচালনা করছেন। সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হচ্ছে- মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও ধর্ষণ বিরোধী কার্যক্রম, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ ও প্রতি বছর ১ লাখ গাছের চারা রোপণ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments