রাজনীতি

রংপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পূর্ণমিলনী অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি॥
স্পর্ধার আগুনে জ্বলে উঠি বারবার, এ সংগঠন নয় মাথা নোয়াবার এ শ্লোগানকে ধারন করে এবং দৃপ্তকন্ঠে উচ্চারন করে ঐক্য শিক্ষা শান্তি প্রগতি চার তারকার সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদ আয়োজিত ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পূর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম।
শনিবার সকালে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নে সাবেক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাহাদত হোসেন এবং ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সাবেক সভাপতি কাজী রশিদুল ইসলাম রেলা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সাবেক সভাপতি ও রংপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আ,ক,ম মুস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মিয়া, রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ও রংপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাহবুব রহমান হাবু, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম, আবুল কাসেম আজাদ, সাবেক সভাপতি কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক পিন্টু সাহা, সাবেক সভাপতি শফিউল আলম, খোকন সাহা, রাজেশ দে রাজু, নারায়ন অধিকারী, রাতুজ্জামান রাতুল, প্রদীপ বর্ম্মন, জিয়াউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সাবেক সাধারন সম্পাদক রাশেদ মাহবুব রব্বান জুয়েল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের বর্তমান সভাপতি আবু সালেহ মোঃ সিহাব। এর আগে দুপুরে সাবেক ও বর্তমান ছাত্র ইউনিয়ন নেতাদের সমন্বয়ে নগরীতে একটি বনার্ঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকেলে সাবেক ছাত্র ইউনিয়ন নেতাদের স্মৃতিচারন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বর্তমান ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতাকর্মীসহ বাংলাদেশের কমিউনিষ্ট পাটি-সিপিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments