সারাদেশ

পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ বিশিষ্ট পরমানু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের নতুন সচিব জাহাঙ্গীর আলম বুলবুল। গতকাল শনিবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুরস্থ প্রয়াত বিজ্ঞানীর প্রয়াত সমাধিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন। এ সময় রংপুর জেলা আ.লীগের সহসভাপতি আলহাজ্ব একেএম শাহাদত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বেগম রিনা, উপজেলা আ.লীগের সভাপতি (ভারঃ) আলহাজ্ব নুরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক পীরগঞ্জ পৌর মেয়র এএমএস তাজিমুল ইসলাম শামীম, সহসভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিএসসি, কোষাধ্যক্ষ আনিছার রহমান মন্ডল, শ্রম বিষয়ক সম্পাদক সরওয়ার জাহান, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, পীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাইফুজ্জাম ফুল, সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান, যুবলীগ নেতা সাংবাদিক শাহ রেজাউল করিম, ফিরোজ কবির, সালামান সিরাজ রিজু ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকগণ, স্থানীয় সুশিল সমাজ ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্কুল- কলেজের শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৮ মে বুলবুলকে বাংলাদেশ সরকার সচিব পদে পদোন্নতি দেয়। তিনি এখন সমাজ কল্যান মন্ত্রণালয়ের সচিব। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-১, অতিরিক্ত সচিব হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে এবং যুগ্ম সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে সততা ও কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর কর্মদক্ষতা ও সততার কারনে অফিসার্স ক্লাব ঢাকার নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিলেন। এখনও তিনি ওই ক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ। জাহাঙ্গীর আলম বুলবুল এর বাড়ী রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments